সুদের হার দ্বিগুণেরও বেশি বাড়িয়েছে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক

আন্তর্জাতিক স্লাইড

মার্চ ১, ২০২২ ৯:০৫ পূর্বাহ্ণ

রাশিয়া তাদের মুদ্রা রুবলের মান ডলারের বিপরীতে আরও কমে যাওয়া রোধ করতে সুদের হার দ্বিগুণেরও বেশি বাড়িয়ে ২০ শতাংশ করেছে।

বিবিসির প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

পশ্চিমাদের আরোপিত নতুন নিষেধাজ্ঞার প্রভাবে রুবলের মান প্রায় ৩০ শতাংশ পড়ে যায়। এর পরেই সোমবার (২৮ ফেব্রুয়ারি) ব্যাংক অব রাশিয়া সুদের হার বিদ্যমান ৯ দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করে।

কেন্দ্রীয় ব্যাংক আরও বলেছে, রাশিয়ান বাসিন্দাদের বিদেশি মুদ্রায় প্রাপ্ত আয়ের ৮০ শতাংশই রুবলের মাধ্যমে বিনিময় করতে হবে।

স্থানীয় সময় সোমবার রাত আড়াইটা পর্যন্ত রুবলের মান ৩০ শতাংশেরও বেশি কমে যাওয়ায় ডলারের বিপরীতে মুদ্রাটির মান ১০৯ দাঁড়ায়। এর আগে মুদ্রাটির মূল্য ৪০ শতাংশের মতো কমে যায়।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাশিয়ার ওপর সবচেয়ে বড় হাতিয়ারটি ব্যবহার করে পশ্চিমারা। এদিন মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য এবং কানাডা দেশটিকে সুইফট থেকে বিচ্ছিন্ন করার ঘোষণা দেয়। প্রসঙ্গত, সুইফট হচ্ছে বিশ্বজুড়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে একটি বার্তা পরিষেবা। যার থেকে বিচ্ছিন্ন হওয়া মানে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সম্পদকে পঙ্গু করে দেয়া।

ভ্লাদিমির পুতিনের সরকার বিগত আট বছর ধরে রাশিয়াকে কঠোর নিষেধাজ্ঞার জন্য প্রস্তুত করেছে। এসব নিষেধাজ্ঞা মোকাবিলার জন্য পুতিন ৬৩০ বিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রার রিজার্ভ গড়ে তুলেছেন। তবে বর্তমানে তার ‘দুর্গ’ অর্থনীতি একটি অভূতপূর্ব আক্রমণের শিকার হয়েছে। দেশটির অর্থের বেশ কিছু অংশ বর্তমানে হিমায়িত রয়েছে।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের দ্বারা আরোপিত আর্থিক নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। পশ্চিমা দেশগুলো বৈদেশিক বাজার এবং মুদ্রার রিজার্ভের রাশিয়ার প্রবেশাধিকার সীমিত করে দিয়ে দেশটির আর্থিক ব্যবস্থাকে পঙ্গু করে দিতে চাইছে।

সূত্র: বিবিসি, সিএনএন, আরটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *