সুইফট ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখাবে ইরান-রাশিয়া

আন্তর্জাতিক স্লাইড

মার্চ ২৬, ২০২২ ৯:৫৪ পূর্বাহ্ণ

আর্থিক লেনদেনের ক্ষেত্রে সুইফট ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে যাচ্ছে ইরান ও রাশিয়া। এখন থেকে এমআইআর বা ‘মির’ ব্যবস্থায় লেনদেন করবে বন্ধুপ্রতিম দেশ দুটি। মিডিল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইউক্রেনে সামরিক অভিযান পরিচালনার কারণে বিশ্বের অন্যতম পেমেন্ট সিস্টেম সুইফট থেকে রাশিয়াকে বাদ দিয়েছে পশ্চিমা দেশগুলো। এই পরিস্থিতিতে মার্কিন নিয়ন্ত্রিত এই অর্থ ব্যবস্থা বাদ দিয়ে রুশ সিস্টেম ‘মির’ ব্যবহারের উদ্যোগ নিয়েছে ইরান ও রাশিয়া।

এমআইআর বা মির হচ্ছে রাশিয়ার একটি বহুল প্রচলিত আর্থিক লেনদেন ব্যবস্থা। এটা মূলত একটা ব্যাংকিং কার্ড। রুশ নাগরিকদের অর্ধেকেরও বেশি এই মির ব্যাংক কার্ড ব্যবহার করেন। শুধু তাই নয় রাশিয়ার অর্থনৈতিক লেনদেনের শতকরা ২৫ ভাগের বেশি এই ব্যবস্থায় পরিচালিত হয়।

বিষয়টি নিয়ে ইতোমধ্যেই উভয় দেশ আলোচনা শুরু করেছে। রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি বৃহস্পতিবার (২৪ মার্চ) এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘বিষয়টি এজেন্ডায় রয়েছে এবং এ নিয়ে রাশিয়ার মিত্রদের সঙ্গে আমরা আলোচনা করছি।’

২০১৭ সালের ১ মে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক দেশটির একটি আইনের আওতায় এই মির (এমআইআর) সিস্টেম চালুর বিষয়টি অনুমোদন করে। এর মাধ্যমে সুইফট সিস্টেমের মতো অর্থ লেনদেন করা যায়। এটি সম্পূর্ণভাবে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের মালিকানাধীন একটি ব্যবস্থা এবং রাশিয়ান ন্যাশনাল কার্ড পেমেন্ট সিস্টেম এই ব্যবস্থা পরিচালনা করে।

বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে কাজেম জালালি আরও বলেছেন, রাশিয়া ও ইরান সুইফট সিস্টেম বাদ দিয়ে ঐক্যবদ্ধভাবে আলাদা একটি ফাইনান্সিয়াল মেসেজিং সিস্টেম চালু করার চিন্তা করছে।

গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। দেশটির সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে।

সর্বাত্মক অভিযান শুরুর পর থেকেই যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা মস্কোর ওপর দফায় দফায় হাজারও নিষেধাজ্ঞা আরোপ করে। এর অংশ হিসেবে তারা রাশিয়াকে সুইফট সিস্টেম থেকে বাদ দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *