সিরিয়ায় সামরিক বাসে হামলায় ১৩ সেনা নিহত

আন্তর্জাতিক স্লাইড

মার্চ ৭, ২০২২ ৯:৫৭ পূর্বাহ্ণ

সিরিয়ার পালমিরা শহরের কাছে মফস্বল এলাকায় একটি সামরিক বাসে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৩ জন সেনা সদস্য নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১৮ জন সেনা সদস্য।

রোববার (৬ মার্চ) মধ্য সিরিয়ার ডেসার্ট হাইওয়ে জঙ্গিরা একটি সামরিক বাসে হামলা চালিয়েছে। খবর – এপি, এফপি

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা বলেছে, জঙ্গিরা পালমিরা অঞ্চলে সামরিক বাসে হামলায় বিভিন্ন ধরনের অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করেছে।

তাৎক্ষণিকভাবে এ ঘটনার আর কোনো তথ্য পাওয়া যায়নি এবং কেউ এই হামলার দায় স্বীকার করেনি।

উল্লেখ্য, সিরিয়ার কর্তৃপক্ষ এ ধরণের হামলার পিছনে দক্ষিণ ও মধ্য সিরিয়ায় সক্রিয় ইসলামিক স্টেট আইএস জঙ্গিদের দায়ী করে আসছে। গত জানুয়ারিতে, আইএস জঙ্গিরা একই এলাকায় ভ্রমণকারী একটি বাসে রকেট এবং একটি বিমান বিধ্বংসী বন্দুক নিক্ষেপ করে, এতে পাঁচ সেনা নিহত হয়।

সূত্রঃ এবিসি নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *