সিরিজ অসমাপ্ত রেখে দেশে ফিরবেন সাকিব?

খেলা স্পেশাল

মার্চ ২১, ২০২২ ১১:৫৩ পূর্বাহ্ণ

মানসিক অবসাদ দূর করতে ছুটি চেয়েছিলেন সাকিব। দক্ষিণ আফ্রিকা সফরে যেতেই চাননি। এ নিয়ে তুমুল বিতর্কের মধ্যে রাজি হয়ে সফরে যাওয়ার দুই দিন পরই দুঃসংবাদ শুনতে পান এ অলরাউন্ডার। তার মা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি।

দ্বিতীয় ওয়ানডে শেষে শুনলেন এবার অসুস্থ তার সন্তানেরাও। এ অবস্থায় স্বাভাবিকভাবেই সফরের বাকি অংশে কিছুটা অনিশ্চিত হয়ে পড়েছে সাকিবের খেলা।

সিরিজের শেষ ম্যাচ না খেলে দেশে ফিরবেন কি সাকিব? পরিবারের এমন অবস্থায় সাকিব ঢাকায় ফিরে আসলে অবাক হওয়ার কিছু থাকবে না।

জানা গেছে, সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির ছাড়া তার মা, তিন সন্তান, শাশুড়ি সবাই অসুস্থ হয়ে হাসপাতালে। সাকিবের মা হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। দুদিন আহে অচেতন ছিলেন সাকিবের মা শিরিন আক্তার।  সাকিবের শাশুড়ি ক্যান্সারের রোগী। তার চিকিৎসা চলছে সম্মিলিত সামরিক হাসপাতালে।

এদিকে সাকিবের একমাত্র ছেলে আইজাহ ও ছোট মেয়ে ইররামেরও নিউমোনিয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তারাও এভারকেয়ারে চিকিৎসা নিচ্ছে। সাকিবের বড় মেয়ে আলাইনাও জ্বরে আক্রান্ত। তাকেও একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিবারের এতো সব অসুস্থদের একাই দেখভাল করে যাচ্ছেন শিশির।

এমন পরিস্থিতিতে সিরিজ অসাপ্ত রেখে সাকিব কি ফিরে আসবেন দেশে?

বাংলাদেশের এক গণমাধ্যমকে এ অলরাউন্ডার বললেন, ‘এখন সবাই মোটামুটি ভালো আছে। দেশে ফিরে যাব কি না এখনো এ ব্যাপারে কিছু বলতে পারছি না।’

টিম ম্যানেজমেন্ট সূত্র জানিয়েছে, শেষ ওয়ানডেতেও খেলবেন সাকিব, এখন পর্যন্ত এটাই সিদ্ধান্ত। ঢাকা থেকে খবর এসেছে, সাকিবের মা ও সন্তানদের শারীরিক অবস্থা উন্নতির দিকে।  ওয়ানডে সিরিজের পর টেস্ট সিরিজ শুরুর আগে ছয় দিন বিরতি আছে।  ওই সময়টায় হয়তো একবার ঢাকায় ঘুরে আসতে পারেন সাকিব। সবকিছুই নির্ভর করছে তাঁর মা ও সন্তানদের শারীরিক অবস্থার ওপর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *