ব্যক্তিগত জীবন নিয়ে কিছুদিন পর পরই আলোচনায় আসেন দক্ষিণী জনপ্রিয় তারকা সামান্থা রুথ প্রভু। কিন্তু অভিনেতা হিসেবে মিডিয়ায় তার ক্যারিয়ারে কেবল ১ যুগের মধ্যেই অনেক উচ্চতার শিখর ছুয়ে যাচ্ছে। হোক তামিল সিনেমায় অভিনয়, আর হোক আইটেম সং থেকে পাওয়া জনপ্রিয়তা। ভাইরাল সামান্থা এখন বর্তমানে সবার আলোচনার বিষয় বললে ভুল হবে না। জানা যায়, এরই মধ্যে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে নায়িকাদের সর্বাধিক আয়ের তালিকায় দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছেন সামান্থা প্রভু। প্রথম স্থানে রয়েছেন নয়নতারা।
ইন্ডাস্ট্রিতে সামান্থার বয়স প্রায় ১২ বছর। এক দশকেরও বেশি সময় একাধিক সফল কাজ তামিল ইন্ডাস্ট্রিকে উপহার দিয়েছেন তিনি । তার সাথে কাজ করা পরিচালক, সহকর্মীরা মনে করেন, সামান্থা যাতেই হাত দেন, সোনা ফলে। গত বছর তার চিরায়ত অভিনেতা হিসেবে জন্মের জায়গা পেরিয়ে হাতেখড়ি হয়েছে বলিউডে। নিজের কাজের দক্ষতা আর রুপের আবেদন দেখিয়ে সেখানেও তাক লাগিয়েছিলেন সবাইকে। ‘ফ্যামিলি ম্যান’-এর ‘রাজি’ হয়ে দুর্দান্ত একটি চরিত্রে ফুটিয়ে তুলেছেন নিজেকে। এভাবেই একের পর এক সাফল্যের সাথে নিজের পারিশ্রমিক বাড়িয়ে নিয়েছেন সামান্থা। একটি ছবির জন্য পারিশ্রমিক নেন তিন থেকে পাঁচ কোটি টাকা। সামান্থা তাঁর পারিশ্রমিক ঠিক করেন প্রযোজনা সংস্থা এবং আরও কিছু বিষয় দেখেশুনে ।
সম্প্রতি অল্লু অর্জুনের ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবিতে একটি আইটেম গানে দেখা যায় সামান্থাকে। পর্দায় তার অতি স্বাভাবিক তবে আবেদনময়ী অবতারে সহজেই সবাই মুগ্ধ করেছে ও আন্তাভা গানে নেচে । জানা যায়, পর্দায় এই আইটেম গানে পারফর্ম করতে দেড় কোটি টাকা চেয়েছিলেন সামান্থা। যদিও পরে জানা যায়, তার দাবি করার চাইতে কয়েকগুন বেশী টাকার সম্মাননা পেয়েছিলেন তিনি। ‘পুষ্পা’র এই আইটেম গানের জন্য পাঁচ কোটি টাকা পেয়েছেন সামান্থা রুথ প্রভু।