সমালোচিত ওয়েব সিরিজ মন্টু পাইলটে মিথিলার লুক প্রকাশ

বিনোদন

মার্চ ৩১, ২০২২ ৯:৪৬ পূর্বাহ্ণ

ভারতীয় বাংলা সিরিজের মধ্যে বিতর্কে জড়িয়েছিল ‘মন্টু পাইলট’ সিরিজটি। অশ্লীল সংলাপ ও দৃশ্য এবং গালাগালির জন্য দর্শকের কাছে সমালোচনার শিকার হয়েছিল সিরিজটি। তবে এবার সেই সিরিজেই দেখা মিলতে যাচ্ছে বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে। যদিও এই সিরিজে থাকার ঘোষণা অনেক আগেই হয়েছিল তার।

মন্টু পাইলট সিরিজটির প্রথম সিজন নিয়ে অনেকেই আপত্তি তুলে নিষিদ্ধের দাবি জানিয়েছিলেন। তবে তুমুল জনপ্রিয়তা পাওয়া সেই ‘মন্টু পাইলট’ আবার ফিরছে। সিক্যুয়েলে নতুন গল্প নিয়ে আসছে। এরই মধ্যে ওয়েব সিরিজটির শুটিং শেষ হয়েছে। চলছে মুক্তির অপেক্ষা। তার আগে প্রযোজনা সংস্থা এসভিএফ প্রকাশ করল ‘মন্টু পাইলট’-এর দ্বিতীয় সিজনে মিথিলার ফার্স্টলুক। এখানে মিথিলার চরিত্রের নাম বহ্নি।

বুধবার সকালে (৩০ মার্চ) মিথিলা তার চরিত্রের লুক শেয়ার করেছেন ভেরিফায়েড ফেসবুক পেজে। ক্যাপশনে লিখেছেন: ‘নতুন মুখ, নতুন পরিচয়/নীলকুঠির দরজায়…’
আরও পড়ুন: অপরাজিতার ভিডিও ভাইরাল

‘মন্টু পাইলট’-এর দ্বিতীয় সিজন একটি যৌনপল্লির গল্পে নির্মিত হয়েছে। এতে মন্টু পাইলটের ভূমিকায় অভিনয় করছেন সৌরভ দাস। ‘মন্টু পাইলট’ নির্মাণ করেছিলেন দেবালয় ভট্টাচার্য। এবারও তিনিই নির্দেশনা দেবেন। প্রথম সিজনের বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছিলেন চন্দ্রায়ী ঘোষ, কাঞ্চন মল্লিক, অলিভিয়া সরকার প্রমুখ।

জানা গেছে, মন্টু পাইলটের দ্বিতীয় সিজন সিরিজটি এপ্রিল অথবা মে মাসে মুক্তি পাবে। সিরিজটি দেখা যাবে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই’-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *