ষাঁড়ের শিং ধরে মজা করার ফল হাড়ে হাড়ে টের পেয়েছেন এক যুবক। রাস্তায় দাঁড়ানো একটি ষাঁড়কে অনেকক্ষণ ধরে উত্ত্যক্ত করছিলেন তিনি। এক পর্যায়ে ষাঁড়ের খুব কাছে দাঁড়িয়ে সেটির শিঙে হাত দিতে দেখা যায় তাকে। ব্যস, এরপরই ক্ষেপে যায় ষাঁড়টি।
সামনে দাঁড়ানো লোকটিকে শিং দিয়ে মুখে গুঁতো মারতেই মাটিতে পড়ে যান তিনি। তার বুকে পা দিয়ে আঘাতও করতে দেখা যায় ষাঁড়টিকে। তারপরই সেটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ষাঁড়ের এই কাণ্ড দেখে সামনে দাঁড়ানো লোকজন এদিক ওদিক ছিটকে যেতে শুরু করে।
টুইটারে শেয়ার করা ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সোমবার এক প্রতিবেদনে দাবি করেছে।
তবে ভিডিওটি কোথায় ধারণ করা হয়েছে তা স্পষ্ট নয়। ভিডিওটি স্পেনের বলে বেশ কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছে। দেশটিতে ষাঁড়ের লড়াই একটি বৈধ খেলা। এই ঘটনাটি সেই খেলারই একটি অংশ ছিল বলে দাবি করা হয়েছে।