মোঃ সালমান শুভ, স্টাফ রির্পোটারঃ মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা কৃষকলীগ কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন কেক কেটে উদযাপন করা হয়েছে
১৭ মার্চ দিবসটি উপলক্ষে শ্রীনগর উপজেলা কৃষকলীগ কার্যালয়ে সকাল ৯টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা শেষে কেক কাটা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি আবুল হোসেন, মুন্সীগঞ্জ জেলা কৃষকলীগের সভাপতি মহসীন মাখন, জেলা কৃষকলীগের সিনিয়র সহ সভাপতি এবি সিদ্দিক সহ মুন্সীগঞ্জ জেলা কৃষকলীগের বিভিন্ন পর্য়ায়ের নেতৃবৃন্দ । উক্ত সভা ও কেক কাটা অনুষ্ঠান পরিচালনা করেন শ্রীনগর উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক সামসুল আলম