শুধু সানি লিওনিই নন, ঢাকায় এসেছেন আরেক বলিউড অভিনেত্রী

বিনোদন

মার্চ ১৩, ২০২২ ১১:৩৮ পূর্বাহ্ণ

বাংলাদেশে এসেছেন বলিউডের ‘আইটেম গার্ল’ সানি লিওনি। বাংলাদেশের মাটিতে পা রেখেই একটি ছবি ফেসবুকে পোস্ট করে নিজেই সে খবর নিশ্চিত করেন এ বলিউড তারকা।

ঢাকায় আসার পর সানি লিওন সোজা চলে যান গানবাংলা টিভির কার্যালয়ে। সেখানে তাকে বরণ করে নেন সংগীতশিল্পী ও গানবাংলার কর্ণধার কৌশিক হোসেন তাপস।

সেখানে একটু বিশ্রাম নিয়েই রাতে রাজধানীর তিনশ ফিট এলাকায় শেফ টেবিল কনভেনশন হলে তাপস-মুন্নির মেয়ের বিবাহপরবর্তী সংবর্ধনা অনুষ্ঠানে হাজির হন সানি। সে অনুষ্ঠানের একাধিক ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

সেখানে সানি ও তার স্বামী ড্যানিয়েলের পাশে নারগিস ফাখরিকেও দেখা গেছে।

বাংলাদেশি শিল্পীদের মধ্যে তাপসের গাওয়া গানে প্রথমবার মডেলও হয়েছিলেন সানি লিওনি ও নারগিস ফাখরি। তখন থেকেই বলিউডের এ দুই তারকার সঙ্গে সখ্যতা তাপস-মুন্নির।

জানা গেছে, রোববার রাতে ঢাকার একটি নামি রেস্তোরাঁয় হবে তাপস-মুন্নির মেয়ের জমকালো এ বিয়ের আয়োজন। সেই অনুষ্ঠানে পারফরমও করবেন সানি লিওন ও নারগিস। আজই ভারতে ফিরে যাবেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *