এই পৃথিবীতে এখনও এমন কিছু দ্বীপ আছে যেখানে পুরো জায়গাটাই কোনো বিশেষ একটি প্রাণীর দখলে আছে। তেমনি একটি দ্বীপ, যার নাম স্যাবল আইল্যান্ড। এটি কানাডার নোভা স্কটিয়ার উপকূলের একটি দ্বীপ। প্রায় ৫০০’র বেশি বন্য ঘোড়ার দখলে রয়েছে এই জায়গাটি। এখানকার অধিবাসী শুধুই বন্য ঘোড়া।
অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে দ্বীপে প্রথম ঘোড়াগুলো ছেড়ে দেওয়া হয়েছিল। পরে ধীরে ধীরে বাড়তে থাকে তাদের সংখ্যা। দ্বীপটির নৈস্বর্গিক সৌন্দর্যের অন্যতম আকর্ষণ এই ঘোড়াগুলো। মূলত এই দ্বীপের ঘোড়াগুলো ছিল ছোট আকারের। যাদের উচ্চতা ছিল খুবই কম এবং কালো রঙের।
১৯৬১ সালে, স্যাবল দ্বীপের ঘোড়াগুলি আনুষ্ঠানিকভাবে কানাডা শিপিং অ্যাক্টের সেবল আইল্যান্ড রেগুলেশনের অধীনে সুরক্ষিত করা হয় এবং সেই সময় থেকে মানব হস্তক্ষেপ ছাড়াই টিকে আছে এই ঘোড়ার দ্বীপ।
২০১১ সালে, স্যাবল দ্বীপটিকে জাতীয় উদ্যান রিজার্ভ হিসেবে ঘোষণা করা হয়। এখানকার পশুপাল নিয়ন্ত্রণহীন এবং আইনত মানুষের হস্তক্ষেপ থেকে সুরক্ষিত।