লেওয়ানডোস্কির আরেক কীর্তি

খেলা

মার্চ ২১, ২০২২ ১১:৪১ পূর্বাহ্ণ

বুন্দেসলিগায় এক মৌসুমে ও এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ গোলের রেকর্ড প্রায় পাঁচ দশক জার্ড মুলারের দখলে ছিল।

গত বছর জার্মান কিংবদন্তির দুটি রেকর্ডই নিজের করে নিয়েছেন রবার্ট লেওয়ানডোস্কি। এ মৌসুমেও গোলের বন্যা বইয়ে মুলারের আরেকটি রেকর্ডে ভাগ বসালেন বায়ার্ন মিউনিখের পোলিশ ফরোয়ার্ড।

শনিবার বুন্দেসলিগায় ইউনিয়ন বার্লিনের বিপক্ষে বায়ার্নের ৪-০ ব্যবধানের জয়ে জোড়া গোল করেন লেওয়ানডোস্কি। এ মৌসুমে লিগে তার গোল হলো ৩১টি।

বুন্দেসলিগার ইতিহাসে সর্বোচ্চ পাঁচ মৌসুমে ৩০ বা তার বেশি গোলের রেকর্ড এখন যৌথভাবে মুলার ও লেওয়ানডোস্কির। ১৯৬৯ থেকে ১৯৭৪ সালের মধ্যে বায়ার্নের হয়েই রেকর্ডটি গড়েছিলেন মুলার। সব প্রতিযোগিতা মিলিয়ে এ মৌসুমে এখন পর্যন্ত ৩৭ ম্যাচে ৪৫ গোল করেছেন ৩৩ বছর বয়সি লেওয়ানডোস্কি। ২৭ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে তার দলও আছে লিগ টেবিলের শীর্ষে।

এদিকে রোমেলু লুকাকু ও হাকিম জিয়াশের গোলে মিডলসব্রোকে ২-০ ব্যবধানে হারিয়ে এফএ কাপের সেমিফাইনালে উঠেছে চেলসি। কাল সাউদাম্পটনকে ৪-১ গোলে উড়িয়ে ম্যানসিটিও কেটেছে সেমির টিকিট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *