লিটন-সাকিবদের আইপিএল খেলার বিষয়ে যা জানা গেল

লিটন-সাকিবদের আইপিএল খেলার বিষয়ে যা জানা গেল

খেলা

ফেব্রুয়ারি ৮, ২০২৩ ১১:৫৬ পূর্বাহ্ণ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরের জন্য বাংলাদেশ থেকে দল পেয়েছিলেন সাকিব আল হাসান, লিটন দাস এবং মুস্তাফিজুর রহমান। তবে পুরো মৌসুমের জন্য এই তিন ক্রিকেটারকে খেলার অনুমতি দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গণমাধ্যমকে মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

আগামী ২৫ মার্চ থেকে মাঠে গড়াবে এবারের আইপিএলের আসর। সে সময় ঘরের মাঠে আয়ারল্যান্ড সিরিজে ব্যস্ত থাকবে বাংলাদেশ দল। বিসিবি প্রধান পাপনের কাছে জানতে চাওয়া হয় আয়ারল্যান্ড সিরিজের সময় খেলোয়াড়রা জাতীয় দল বাদ দিয়ে আইপিএল খেলতে চাইলে কি করা হবে।

যেহেতু বিশ্বকাপ ভারতের মাটিতে, তাই এবার বিসিবি ছাড় দেবে কি না। এমন প্রশ্নের জবাবে পাপন অকপটেই জানান, এমন কোনো পরিকল্পনা নেই তাদের। পাপন বলেন, এরকম কোনো প্লান বা পরিকল্পনা নেই আমাদের। জাতীয় দলের খেলা বাদ দিয়ে অন্য কিছু খেলার ব্যাপারে কোনো পরিকল্পনা নেই। এটা ওদেরকেও বলে দিয়েছি।

ফলে বলা যাচ্ছে, আইপিএলের পুরো মৌসুমে কলকাতা নাইট রাইডার্স সাকিব-লিটনকে পাচ্ছে না। এছাড়া দিল্লি ক্যাপিটালস ও পাচ্ছে না মুস্তাফিজুর রহমানকে। ধারণা করা হচ্ছে আয়ারল্যান্ডের বিপক্ষে ৮ এপ্রিল সিরিজ শেষ হওয়ার পরই আইপিএলে দেখা যাবে টাইগার ক্রিকেটারদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *