শাহিন খন্দকার, মাগুরা
মাগুরায় র্যাব-৬ যশোর এর অভিযানে মাগুরা হতে রাজিয়া হত্যার আসামী খুনি ধর্ষক হাসান শেখ (২৩) গ্রেফতার এবং মানববন্ধন। র্যাব ফোর্সেস আমাদের প্রিয় বাংলাদেশ মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সম্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গত শনিবার ১৯ মার্চ রাত ৮.৩০ টার সময় র্যাব-৬ সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা জেলার শ্রীপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে। শ্রীপুর থানার মামলা নং-১১/৪২ ধারা ৩০২/৩৪ পেনাল কোড (দন্ডবিধি) এর এজাহারনামীয় (অজ্ঞাতনামা) আসামী মোঃ হাসান শেখ (২৩), পিতা- মোঃ ফজলু শেখ, মাতা- হাসিনা শেখ, সাং- হাট শ্রীকোল, থানা- শ্রীপুর মাগুরাকে গ্রেফতার করেছে।
ভিকটিম রাজিয়া খাতুন (১২), পিতা- মিখিজ শেখ, সাং- হাটশ্রীকোল, থানা- শ্রীপুর, জেলা- মাগুরা বৃহস্পতিবার ১৭ মার্চ বিকাল ৩ টার সময় কুমার নদীর চরে রসুনের ক্ষেত দেখতে গিয়ে নিখোঁজ হয়। পরবর্তীতে শুক্রবার ১৮ মার্চ সকাল ১১ টার সময় রাজিয়া খাতুনের মরদেহ বাড়ি থেকে একটু দুরে লিচু বাগানের পাশে বাঁশের ঝাড়ের তলায় ছোট মাটির গর্তে গলাকাটা অবস্থায় দেখতে পায় মুকুলের ছেলে বকুল। এ সময় ঘটনাটি স্থানীয় এলাকা বাসীর লোকজন শ্রীপুর থানায় অবগত করে। ঘটনার পর পরই হাট শ্রীকোল এলাকায় র্যাব-৬, সিপিসি-৩, যশোর গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করাসহ রাজিয়া খাতুনের এর মৃত্যুর কারণ উদঘাটনে ছায়া তদন্ত শুরু করে। এরপর মাগুরা শ্রীপুর থানার শ্রীকোল এলাকায় অভিযান পরিচালনা করে গত শনিবার রাত ৮.৩০ টার সময় আসামী মোঃ হাসান শেখ (২৩) কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী মোঃ হাসান শেখ স্বীকার করে যে, সে রাজিয়াকে কুমার নদীর চরে রসুনের ক্ষেতে একা পেয়ে প্রথমে জোর করে ধর্ষণ করে। পরবর্তীতে ঘটনাটি চাপা দেওয়ার জন্য গলাটিপে ধরে মেরে ফেলে এবং মৃত্যু নিশ্চিত করার জন্য ধারালো ব্লেড দ্বারা রাজিয়া খাতুনের গলার খাদ্য নালী কেটে দেয় ও হাতের রগ কেটে দেয়। আসামী হাসান শেখ এর এ ধরনের মানসিক বিকারগ্রস্থ কাজ সমাজ ও দেশের জন্য একটি অশনি সংকেত। সমাজ থেকে এধরণের জঘন্য মূলক অপরাধ কাজের শেকড় উপড়ে ফেলার জন্য র্যাব সদাসর্বদা জনগণের পাশে আছে এবং পাশে থাকবে।
এরপর র্যাবের ব্রিফিং শেষে আজ রবিবার ২০ মার্চ সকাল ১১ টার সময় শ্রীকোল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দদের আয়োজনে শ্রীকোল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে, ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী রাজিয়া খাতুন হত্যার প্রকৃত হত্যাকারীর দৃষ্টিান্ত মূলক বিচার চাই ও ফাঁসি চাই চেয়ে মানববন্ধন করা হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন ৩ নং শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া, শ্রীকোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ মোল্লা সহ এলাকাবাসীর সচেতন মহল।