বাংলাদেশের এখন প্রশ্ন করা উচিত তাদের কোন উন্নয়ন সহযোগী এই ইস্যুতে ভূমিকা রাখছে না, যারা চাইলেই এর সমাধান সম্ভব।
রোহিঙ্গা ইস্যুতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সবসময় রোহিঙ্গা জনগোষ্ঠীর সমর্থনে আছে বলে মন্তব্য করেন বাংলাদেশে নিযুক্ত ইইউর রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। রোহিঙ্গা সংকট সমাধানে ইইউ মিয়ানমারের ওপর নানারকমের চাপ সৃষ্টি করেছে বলেও মন্তব্য করেন তিনি।
চীনের দিকে ইঙ্গিত করে ইইউ রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের এখন সেসব রাষ্ট্রকে প্রশ্ন করা উচিত যারা রোহিঙ্গা ইস্যুতে কোনো ভূমিকা রাখছে না।
বাংলাদেশ ও জার্মানির কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপনে সোমবার (২৮ মার্চ) সেন্টার ফর গভারনেন্স স্টাডিজ আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
এসময় ইইউ রাষ্ট্রদূত আরও বলেন, আমরা সর্বান্তকরণে রোহিঙ্গা ইস্যুর সমাধান চাই। সেজন্য মিয়ানমারের ওপর সমরাস্ত্র নিষেধাজ্ঞা জারি, উন্নয়ন সহযোগিতা বন্ধ এবং সামরিক জান্তার উর্ধ্বতন ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে চাপ সৃষ্টি করেছি। বাংলাদেশের এখন প্রশ্ন করা উচিত তাদের কোন উন্নয়ন সহযোগী এই ইস্যুতে ভূমিকা রাখছে না, যারা চাইলেই এর সমাধান সম্ভব।
বাংলাদেশ এবং জার্মানির মধ্যকার কূটনৈতিক সম্পর্কের মধ্য দিয়ে জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয় মোকাবিলা করা সম্ভব হবে বলে উল্লেখ করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার।
অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, জলবায়ু সংকট মোকাবিলার সঙ্গে সঙ্গে বাংলাদেশের শিক্ষাব্যবস্থার পরিবর্তনেও জার্মানিকে বাংলাদেশের পাশে দাঁড়াতে হবে।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে যোগ দেন পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, এমপি। উদ্বোধনী বক্তব্য প্রদান করেন ফ্রেডরিখ-এবার্ট-স্টিফটাং বাংলাদেশের আবাসিক প্রতিনিধি ফেলিক্স কোলবিৎজ এবং সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের চেয়ারম্যান ড. মনজুর আহমেদ চৌধুরী।
এতে মূল বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের সাবেক পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসেন।
সম্মানিত অতিথির বক্তব্যে পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান (এমপি) বলেন, বাংলাদেশ এবং জার্মানির মধ্যকার কূটনৈতিক সম্পর্ক আমাদের কাছে সবসময়ই বিশেষ গুরুত্ব বহন করে আসছে।
অনুষ্ঠানে মূল আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর রাষ্ট্রদূত চার্লস হুইটলি, সাবেক রাষ্ট্রদূত এবং সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ-এর উপদেষ্টা নাসিম ফেরদৌস, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (পশ্চিম ইউরোপ ও ইউরোপীয় ইউনিয়ন) ফাইয়াজ মুরশিদ কাজী, বাংলাদেশ-জার্মান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কমিটি-এর সভাপতি এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ-এর সিনিয়র সহ-সভাপতি আবদুল মুক্তাদির, এবং চলচ্চিত্র নির্মাতা, লেখক ও গবেষক রুবাইয়াত হোসেন।
অনুষ্ঠানের মূল আলোচনা পর্ব পরিচালনা করেন সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ- এর নির্বাহী পরিচালক জিল্লুর রহমান।
আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশে নিযুক্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (পশ্চিম ইউরোপ ও ইউরোপীয় ইউনিয়ন) ফাইয়াজ মুরশিদ কাজী বলেন, পূর্বে বাংলাদেশ যুক্তরাজ্যের প্রতি বেশি নির্ভরশীল থাকলেও ব্রেক্সিটের পর বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়েছে। রোহিঙ্গা ইস্যু বাংলাদেশের প্রতি ইউরোপীয় ইউনিয়নের দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করেছে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, বাংলাদেশ এখন আঞ্চলিক স্থিতিশীলতাকে বিশ্ব দরবারে উপস্থাপন করছে। তিনি বাংলাদেশি নাগরিকদের ইউরোপ গমনের জন্য আইনি পথরেখার প্রতি জোর দেন।