রূপচর্চায় হলুদ ব্যবহারে ভুল হলেই বিপদ

লাইফস্টাইল

মার্চ ৯, ২০২২ ১২:২৩ অপরাহ্ণ

বহু যুগ ধরেই ত্বকে জেল্লা ফেরাতে হলুদ আর চন্দন ব্যবহারের প্রথা চলে আসছে। এখনো রূপচর্চায় হলুদে ভরসা রাখেন অনেকেই। এমনকি দই আর হলুদের ঘরোয়া রূপটান ব্যবহার করেন প্রিয়ঙ্কা চোপড়াও। যা আসলেই কার্যকর। এছাড়াও ত্বকের বিভিন্ন সমস্যায় হলুদ দারুণ কাজ করে।

তবে ত্বকে হলুদ লাগানোর সময়ে কিছু ভুলের কারণে হীতে বিপরীতও হতে পারে। ত্বকে নানা রকম সমস্যা বেড়ে যেতে পারে, র‍্যাশ পর্যন্ত বেরিয়ে যেতে পারে। তাই সাবধান থাকতে চলুন জেনে নেয়া যাক সে ভুলগুলো সম্পর্কে বিস্তারিত-

কীসের সঙ্গে মেশাবেন

হলুদ আর দই বা হলুদ আর চন্দন মিশিয়ে ফেস প্যাক বানানোর চলই সবচেয়ে বেশি। তবে অনেকেই অহেতুক নানা ধরনের উপকরণ মিশিয়ে ফেলেন। হলুদ এমনিই ত্বকের নানা সমস্যার জন্য উপকারি। তার সঙ্গে বিনা কারণে একাধিক উপকরণ মেশাবেন না। কোনটা মিশে কি প্রক্রিয়া হবে আগে থেকে বোঝা মুশকিল।

অনেকক্ষণ রাখা

হলুদ বেশিক্ষণ রাখলে ত্বকে হলদে দাগ পড়ে যাবে। তাই ২০ মিনিটের মধ্যে প্যাক ধুয়ে তুলে ফেলুন। তবে মনে রাখবেন, যেকোনো ফেস প্যাকই ২০ মিনিটের বেশি রাখা ভালো নয়।

মুখ ভালো করে না ধোয়া

মুখে ফেস প্যাক লাগানোর পর অনেকেই ভালো করে ধুয়ে পরিষ্কার করেন না। কিন্তু এতে সবচেয়ে বেশি ক্ষতি হতে পারে। হলুদ বেশিক্ষণ ত্বকে থাকলে নানা রকম র‍্যাশ বেরোতে পারে।

সমান ভাবে না লাগানো

মুখে ছোপ ছোপ দাগ হয়ে যাবে যদি হলুদের ফেস প্যাক সমান ভাবে না লাগানো হয়। সমান ভাবে না লাগালে ফেস প্যাক ঠিকমতো কাজ না-ও করতে পারে।

প্যাক তুলতে সাবান লাগানো

মুখে হলুদের প্যাক লাগানোর পর অন্তত ১২ ঘণ্টা সাবান দিয়ে মুখ ধোয়া উচিত নয়। অনেকেই এই ভুলটি করে থাকুন। শুধু পানি দিয়ে ভালো করে প্যাক পরিষ্কার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *