রুশ নাগরিকদের প্রতি যে আহ্বান জানালেন জেলেনস্কি

আন্তর্জাতিক স্লাইড

মার্চ ৮, ২০২২ ১০:৪০ পূর্বাহ্ণ

ইউক্রেনে অভিযানের বিরুদ্ধে রাশিয়ার নাগরিকদের বিক্ষোভের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমি জেলেনস্কি। সরাসরি রুশ নাগরিকদের উদ্দেশ্য দেওয়া এক বক্তব্য তিনি এই আহ্বান জানান।

মহামারি করোনা শুরুর পর রাশিয়ায় নিরাপত্তার দোহায় দিয়ে সকল ধরনের বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। তা সত্ত্বেও গত এক সপ্তাহ যাবত রাশিয়ার নাগরিকরা ইউক্রেনে যুদ্ধের বিরুদ্ধে বিক্ষোভ করছেন। দেশটির নিরাপত্তা বাহিনী ১০ হাজারের বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে। সর্বশেষ রোববার রাশিয়ার ৪৯টি শহরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, ইউক্রেনের অভিযানের পর ব্যাপক আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ফলে রাশিয়ানরা অনিশ্চিত এবং বিচ্ছিন্ন ভবিষ্যতের মুখোমুখি অবস্থান করছে।

জেলেনস্কি বলেন, রাশিয়ার নাগরিকরা! এটা শুধু ইউক্রেনে শান্তির জন্য সংগ্রাম নয়, এটা আপনাদের দেশের জন্যও একটা লড়াই।

তিনি বলেন, যদি আপনারা এখন চুপ থাকেন, তাহলে পরবর্তীতে আপনাদের দারিদ্রতা কথা বলবে এবং তার জবাব আসবে নিপীড়ন।

জেলেনস্কি বলেন, ইউক্রেনের নাগরিকদের মতো রাশিয়ানরাও এখন ‘স্বাধীনতা’ অথবা ‘দাসত্ব’ দুটোর একটা পছন্দের মুখোমুখি রয়েছে। হামলার ১১ দিনের মাথায় রুশ বাহিনী আক্রমণ অব্যাহত রেখেছে এবং কৃষ্ণসাগর সংলগ্ন ওডেসা বন্দরে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে জানিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *