রাশিয়ায় যোগ দেওয়ার পথে হাঁটতে পারে দোনেৎস্কও

আন্তর্জাতিক স্লাইড

মার্চ ৩১, ২০২২ ৯:৩৮ পূর্বাহ্ণ

এবার রাশিয়ার সঙ্গে যোগ দেওয়ার ভাবনার কথা জানাল পূর্ব-ইউক্রেনের স্বঘোষিত দোনেৎস্ক পিপল’স রিপাবলিকা বা দোনেস্ক প্রজাতন্তও। দোনেৎস্ক অঞ্চল পুরোপুরি দখল হয়ে গেলেই বিষয়টা বিবেচনা করা হতে পারে বলে জানিয়েছেন এই অঞ্চলের স্বাধীনতাকামী নেতা ডেনিস পুশিলিন। পুশিলিনের বরাত দিয়ে মঙ্গলবার এ খবর দিয়েছে স্থানীয় একটি সংবাদমাধ্যম।

এর আগে রাশিয়ার সঙ্গে অন্তর্ভুক্ত হওয়ার আগ্রহের কথা জানিয়েছে ইউক্রেনের রাশিয়া-সমর্থিত বিচ্ছিন্নতাবাদী অঞ্চল লুহানস্ক।

পুশিলিনের বরাত দিয়ে দোনেৎস্ক নিউজ এজেন্সির খবরে বলা হয়, রাশিয়ান ফেডারেশনে যোগ দেয়ার জন্য, ইচ্ছা এবং আকাঙ্ক্ষা পূরণের জন্য, তারা ২০১৪ সাল থেকেই স্পষ্টভাবে এপথ অনুসরণ করে আসছে, রাশিয়ায় থাকার ইচ্ছা লালন করে আসছে।

পুশিলিন বলেন, ‘কিন্তু এখন প্রধান কাজ হচ্ছে দোনেৎস্ক পিপলস রিপাবলিকের সাংবিধানিক সীমানা নির্ধারণ করা। তারপর আমরা রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার বিষয়টি বাস্তবায়নের লক্ষ্যে এগোব।’

দোনেৎস্কের বিচ্ছিন্নতাবাদীদের নেতা পুশিলিনের এ মন্তব্যের মাত্র দুইদিন আগে পূর্ব ইউক্রেনের আরেক বিচ্ছিন্নতাবাদী ‍অঞ্চল লুহানস্ক প্রজাতন্ত্রের প্রধান জানান, তারা রাশিয়ার সঙ্গে যোগ দেওয়ার প্রশ্নে গণভোট আয়োজন করবে।

মূলত পূর্ব-ইউক্রেনে রুশপন্থী স্বাধীনতাকামীদের নিয়ন্ত্রণে থাকা দুই অঞ্চল দোনেৎস্ক ও লুহানস্কের স্বাধীনতার প্রশ্ন নিয়েই একমাস আগে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া।

লুহানস্কের গণভোট আয়োজন নিয়ে কিয়েভ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, ‘এ ধরনের কোনও আয়োজনের আইনি ভিত্তি নেই এবং এর বিরুদ্ধে আন্তর্জাতিক বিশ্ব কড়া জবাব দেবে।’

ইউক্রেন বলছে, সম্রাজ্যবাদের ধাঁচে রাশিয়া যেভাবে তাদের ভূমি দখল করছে তার বিরুদ্ধে নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই করছে তারা। তারা বার বার বলেছে, তারা কিছুতেই তাদের ভূমি রাশিয়ার অংশ হতে দেখাকে মেনে নেবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *