রাশিয়ায় বিবিসিসহ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের ওয়েবসাইট বন্ধ ঘোষণা করা হয়েছে। মূলত, ইউক্রেনে সামরিক অভিযান নিয়ে ভুল তথ্য ছড়ানোর অভিযোগে ওয়েবসাইটগুলো বন্ধ করা হয়।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
শুক্রবার (৪ মার্চ) রাশিয়ার যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা রোসকোমনাডজোর জানায়, তারা বিবিসি, ভয়েস অব আমেরিকা, রেডিও ফ্রি ইউরোপ/ রেডিও লিবার্টি, ডয়চে ভেলে এবং আরও কয়েকটি সংবাদমাধ্যমের ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে।
এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, ‘বিদেশি মালিকানাধীন তথ্যের উৎসে প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। নির্বিচার এবং পদ্ধতিগতভাবে ভুয়া তথ্য সংবলিত উপকরণ ছড়িয়ে দেওয়ার কারণে রাশিয়ার সীমানায় এসব তথ্যের উৎস বন্ধ করে দেওয়ার হয়েছে।’
এর আগে বিবিসিকে নিষিদ্ধ ঘোষণা করে রাশিয়া। রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে, রুশ যোগাযোগ কর্তৃপক্ষের নির্দেশে বিবিসির রাশিয়ান পরিষেবাসমূহ সীমিত করা রয়েছে।
বিবিসি ছাড়াও আরও দুটি গণমাধ্যমকে নিষিদ্ধ করেছে রাশিয়া। নিষিদ্ধ হওয়া গণমাধ্যমগুলো হলো- মেডুজা এবং রেডিও লিবার্টি। মেডুজা মার্কিন নেতৃত্বাধীন ন্যাটোভুক্ত দেশ লাটভিয়া ভিত্তিক সংবাদ সরবরাহকারী অনলাইন সংবাদমাধ্যম। রাশিয়ান এবং ইংরেজি ভাষায় সংবাদ পরিবেশন করে তারা।
মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি অর্থায়নে পরিচালিত সংস্থা হলো রেডিও লিবার্টি। পূর্ব ইউরোপ ও মধ্য এশিয়ার দেশগুলোর সংবাদ সম্প্রচারের পাশাপাশি তথ্য সংগ্রাহ ও বিশ্লেষণ করে থাকে সংস্থাটি।
বিবিসি জানিয়েছে, রাশিয়ায় গুগল পে, ফেসবুকও ব্লক করা আছে।
এদিকে, রাশিয়া তাদের নাগরিকদের মেটার ইনকরপোরেটেডের প্ল্যাটফর্ম ফেসবুকের ব্যবহারেও নিষিদ্ধ ঘোষণা করেছে। শুক্রবার (৪ মার্চ) দেশটির যোগাযোগ নিয়ন্ত্রক জানিয়েছে, রাশিয়ান মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় এই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক নিষিদ্ধ করা হয়েছে।
রাশিয়ার রাষ্ট্রীয় যোগাযোগ নিয়ন্ত্রণকারী সংস্থা জানিয়েছে, ২০২০ সালের অক্টোবর থেকে ফেসবুকের মাধ্যমে রাশিয়ার মিডিয়ার বিরুদ্ধে ২৬টি বৈষম্যের ঘটনা ঘটেছে। যার মধ্যে সম্প্রতি দেশটির রাষ্ট্র-সমর্থিত চ্যানেল আরটি ও আরআইএ নিউজ এজেন্সির নিষেধাজ্ঞাও রয়েছে।
এর আগে গত সপ্তাহে রাশিয়া তাদের নাগরিকদের ফেসবুক ব্যবহার সীমিত করেছিল। রাশিয়ান মিডিয়াকে ‘সেন্সর’ করার অভিযোগ এনে গত শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) মস্কো জানায়, আংশিকভাবে মেটার ইনকরপোরেটেডের প্ল্যাটফর্ম ফেসবুকের ব্যবহার সীমিত করা হয়।