রাশিয়ায় পরিষেবা বন্ধ করল টিকটক ও নেটফ্লিক্স

বিজ্ঞান ও প্রযুক্তি স্লাইড

মার্চ ৮, ২০২২ ৯:৩২ পূর্বাহ্ণ

রাশিয়ায় সরাসরি সম্প্রচার ও পরিষেবা সীমিত করে দিয়েছে চীনের মালিকানাধীন সামাজিক নেটওয়ার্ক টিকটক। একইসঙ্গে দেশটিতে পরিষেবা বন্ধ করেছে স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স।

বিবিসির প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

ভিডিও শেয়ারিং সাইট টিকটক কর্তৃপক্ষ জানিয়েছে, রাশিয়ার নতুন ‘ফেক নিউজ’ আইনের কারণে তাদের প্ল্যাটফর্ম থেকে সরাসরি সম্প্রচার ও ভিডিও সেবায় নতুন কন্টেন্ট আপলোড বন্ধ করে দেওয়া হয়েছে।

এদিকে নেটফ্লিক্স জানিয়েছে, রাশিয়ার ইউক্রেনে আক্রমণের প্রতিবাদ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

টিকটিক জানিয়েছে, তাদের কর্মীদের এবং ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ পদক্ষেপটি নেওয়া হয়েছে। টিকটকে রাশিয়ার প্রায় ৩৬ মিলিয়ন ব্যবহারকারী রয়েছে।

ধারাবাহিক কিছু টুইট বার্তায় টিকটক বলেছে, রাশিয়ার নতুন ‘ফেক নিউজ’ আইনের কারণে আমাদের সরাসরি সম্প্রচার এবং ভিডিও সেবায় নতুন কন্টেন্ট আপলোড বন্ধ করা হয়েছে। আমরা এ আইনটির নিরাপত্তার প্রভাব পর্যালোচনা করেছি। আমাদের এ ছাড়া কোনো বিকল্প নেই। নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমাদের পূর্ণাঙ্গ সেবা পুনরায় চালু করতে রাশিয়ার ক্রমবর্ধমান পরিস্থিতির পর্যালোচনা অব্যাহত রাখব।

চীনের মালিকানাধীন টিকটক, যার বিশ্বব্যাপী এক বিলিয়ন ব্যবহারকারী রয়েছে, রাশিয়ার ইউক্রেন আক্রমণের বিরুদ্ধে কথা না বলার জন্য সমালোচিত হয়েছে। যেখানে টিকটকের সহযোগী প্রতিষ্ঠান মেটাভার্স এবং টুইটার বিষয়টি নিয়ে বেশ সোচ্চার।

তবে রোববার (৬ মার্চ) নিজেদের ওয়েবসাইটে একটি দীর্ঘ বিবৃতিতে টিকটক ইউক্রেনের যুদ্ধকে ‘বিধ্বংসী’ হিসেবে বর্ণনা করে বলে, এটি আমাদের সম্প্রদায় এবং আমাদের জনগণের জন্য বেদনা নিয়ে এসেছে।

দেশটিতে শুক্রবার (৪ মার্চ) থেকে যদি কেউ সামরিক বাহিনী সম্পর্কে মিথ্যা বলে বিবেচিত সংবাদ লিখে, সেক্ষেত্রে তাকে সর্বোচ্চ ১৫ বছরের জেল হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *