রাশিয়ার হামলায় মারিওপোলের ৯০ শতাংশ ধ্বংস

আন্তর্জাতিক

মার্চ ১৮, ২০২২ ১২:৪৯ অপরাহ্ণ

ইউক্রেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী মারিওপোল রুশ বাহিনীর হামলায় ৯০ শতাংশ ধ্বংস হয়ে গেছে।  মারিওপোলের নগর কর্তৃপক্ষ এ দাবি করেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

টুইটারে ইউক্রেনের আইনপ্রণেতা (এমপি) লেসিয়া ভাসিলেঙ্কো মারিওপোল ধ্বংস হয়েছে বলে দাবি করেন।

অবরুদ্ধ মারিওপোলে রুশ বাহিনীর নির্বিচারে বিমান হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আকাশ থেকে হামলা করে এই শহর ধ্বংস করে দেওয়া হচ্ছে।’
প্রেসিডেন্ট জেলেনস্কির মতো তিনিও ‘নো-ফ্লাই জোন’ ঘোষণার দাবি জানিয়েছেন।

বুধবার দিবাগত রাতে মারিউপোলের একটি থিয়েটার হলে আশ্রয় নেওয়া এক হাজারের বেশি মানুষের ওপর বোমা হামলা করে রুশ বাহিনী।

বৃহস্পতিবার পর্যন্ত থিয়েটার হলের ওই ধ্বংসস্তূপ থেকে প্রায় দেড়শ’ মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এখনো কতজন নিখোঁজ রয়েছেন, তা জানা যায়নি।

এদিকে যুদ্ধবিষয়ক মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ) জানিয়েছে, বৃহস্পতিবার অন্য কোনো শহরে রুশ সেনারা উল্লেখ করার মতো কোনো অগ্রগতি দেখাতে পারেনি। তবে রুশ সামরিক বাহিনীর ক্রমাগত হামলার মুখে ইউক্রেনের দক্ষিণের বন্দরনগরী মারিউপুল আগামী সপ্তাহগুলোর মধ্যে পতনের সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার রুশ সেনাদের অগ্রাভিযান থেমে থাকা নিয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের গোয়েন্দা মূল্যায়নে একই তথ্য দেওয়া হয়েছে।

 মার্কিন এই থিঙ্ক ট্যাঙ্কটি আরও বলেছে, ইউক্রেনের সামরিক বাহিনী বৃহস্পতিবার রাজধানী কিয়েভের আশপাশে রুশ বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে এবং খারকিভ অঞ্চলে রুশ আক্রমণ প্রতিহত করতে সক্ষম হয়েছে।

এছাড়া ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর রয়েছে এবং গত বুধবারই ১০টি রুশ বিমান গুলি করে ভূপাতিত করেছে বলেও জানিয়েছে সংস্থাটি।

গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে রুশ হামলা চলছে।  আজ যুদ্ধের ২৩তম দিন।  রাশিয়ার তথ্যমতে, যুদ্ধে তাদের প্রায় ৫০০ সেনা নিহত হয়েছেন। তবে ইউক্রেনের দাবি, তাদের প্রতিরোধের মুখে ১২ সহস্রাধিক রুশ নিহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *