পূর্ব ইউক্রেনের দুটি বিচ্ছিন্ন প্রজাতন্ত্রের একটির প্রধান লিওনিড পেসেচনিক বলেছেন, রাশিয়ার সঙ্গে তার প্রজাতন্ত্রটির একীভূত হওয়া উচিত কিনা, তা জানতে শিগগিরই তিনি একটি গণভোটের আয়োজনের প্রত্যাশা করছেন।-খবর সিএনএনের
রোববার (২৮ মার্চ) তিনি বলেন, আমি মনে করি, রুশ ফেডারেশনের সঙ্গে একীভূত হওয়ার অনুকূলেই ভোট পড়বে। কারণ তার ভাষায়, অঞ্চলটির লোকজন গেল আটবছর ধরে অব্যাহত গোলাবর্ষণের মধ্যে বসবাস করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন।
সাংবাদিকদের তিনি বলেন, এই গণভোটের মাধ্যমে লুহানস্ক গণপ্রজাতন্ত্রের (এলপিআর) নাগরিকরা তাদের সাংবিধানিক অধিকার ভোগ করবেন। তারা রুশ ফেডারেশনের সঙ্গে একীভূত হবেন কিনা, সেই মত ব্যক্ত করবেন।
২০১৪ সালে দোনেৎসক ও লুহানস্ক নামের দুটি অঞ্চল স্বাধীনতার দাবিতে আন্দোলন শুরু করে। ইউক্রেনের তখনকার প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচকে ক্ষমতাচ্যুত করার পর থেকে দোনবাসের বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন দিয়েছে মস্কো।
ইতিমধ্যে তাদেরকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যদি রাশিয়ার সঙ্গে একীভূত হতে এলপিআরে কোনো ভোট অনুষ্ঠিত হয়, তবে অঞ্চলটি ক্রিমিয়ার পথই অনুসরণ করবে। কারণ ২০১৪ সালের মার্চে এক গণভোটের মাধ্যমে উপদ্বীপটি রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হয়েছে।
ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেগ নিকোলেঙ্কো বলেন, অধিকৃত অঞ্চলে কোনো ভুয়া গণভোটের আয়োজন করা হলে তার কোনো বৈধতা থাকবে না। এক টুইটপোস্টে তিনি বলেন, ইউক্রেনের আন্তর্জাতিক স্বীকৃত সীমান্তের জোরপূর্বক পরিবর্তন আনা হলে বিশ্বের কোনো দেশ তাতে স্বীকৃতি দেবে না। বরং রাশিয়া আরও কঠোর আন্তর্জাতিক জবাবের মুখে পড়বে। বিশ্ব থেকে তারা কোণঠাসা হয়ে যাবে।
এদিকে ইসরাইলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন, ইসরাইল জোরালোভাবেই ইউক্রেনের পাশে থাকবে। ইতিমধ্যে আমরা ইউক্রেনে একটি ফিল্ড হাসপাতাল স্থাপন করেছি। জেরুজালেমে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকিনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এমন দাবি করেছেন।
নাফতালি বেনেট বলেন, ইউক্রেনে রাশিয়ার অভিযান প্রসঙ্গ বলতে গেলে আমরা দেশটির জনগণের পাশে থাকব। ইউক্রেনের জনগণের ভোগান্তি লাঘবে আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখব। আমরা সেখানে রক্তপাত কমিয়ে আনতে চেষ্টা চালাচ্ছি। ইতিমধ্যে আমাদের কয়েকটি শীর্ষ মেডিকেল টিম সেখানে পাঠিয়েছি। তারা ইউক্রেনের পশ্চিমাঞ্চলে অত্যাধুনিক ফিল্ড হাসপাতাল হাসপাতাল স্থাপন করেছে।
তিনি বলেন, তারা ইতিমধ্যে ৫০০ রোগীকে চিকিৎসা দিয়েছেন। বর্তমান যুদ্ধের মধ্যেই জীবনের ঝুঁকি নিয়ে তারা আহতদের চিকিৎসা দিচ্ছেন। ইসরাইল যা করছে, তা নিয়ে আমি গর্বিত। অবশ্যই, চলমান যুদ্ধের অবসানের চেষ্টায় অবদান রাখতে আমাদের যা করতে বলা হয়েছে, তা-ই করেছি। যুক্তরাষ্ট্র ও আমাদের ইউরোপীয় মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় করতে আমরা এসব কিছু করেছি।