মার্চ ২৯, ২০২২ ১০:৩২ পূর্বাহ্ণ
পশ্চিমাদের দ্বিমুখী আচরণের তীব্র সমালোচনা করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
রোববার (২৭ মার্চ) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের সাথে বৈঠককালে তিনি এ সমালোচনা করেন।
আব্বাস বলেন, ইউক্রেনে রাশিয়ার হামলার পর মস্কোকে শাস্তি দেওয়া হয়েছে। অপরদিকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের ‘অপরাধ’ উপেক্ষা করছে পশ্চিমারা, যা সুস্পটতই ‘দ্বিমুখী’ আচরণ।
বৈঠকে ব্লিনকেন ফিলিস্তিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক পুনরুজ্জীবিত করার ইচ্ছার কথা জানান। এ সম্পর্ক সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের সময় একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিল।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে আব্বাস বলেন, ইউরোপের বর্তমান ঘটনা নির্লজ্জ দ্বিমুখীতাকে সামনে এনেছে।
তিনি বলেন, ‘ইসরায়েলি দখলদারদের জাতিগত নিধন এবং বৈষম্য সত্ত্বেও আমরা কাউকে খুঁজে পাইনি যারা দেশটিকে জাবাবদিহিতার আওতায়।’
যুক্তরাষ্ট্রের দৃষ্টি এতদিন ছিল চীনের দিক থেকে আসা চ্যালেঞ্জের দিকে যা এখন সরে গেছে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনে। এ সময়ের মধ্যে মধ্যপ্রাচ্য নিয়ে খুব একটা সময় খরচ করেনি ওয়াশিংটন।
এর মধ্যে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের নিন্দা না জানানোয় আব্বাসের প্রশাসন পশ্চিমা কূটনীতিকদের ক্ষুব্ধ করেছে।
সূত্র: মিডল ইস্ট আই