রাশিয়ার পর এবার বেলারুশের অ্যাথলেটরাও নিষিদ্ধ

খেলা স্লাইড

মার্চ ১, ২০২২ ৮:৫৫ পূর্বাহ্ণ

রাশিয়ার ইউক্রেনের ওপর আক্রমণের প্রেক্ষিতে তাদের সহযোগী দেশ বেলারুশের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) কার্যনির্বাহী বোর্ড। আন্তর্জাতিক ক্রীড়া ফেডারেশনগুলোকে এ দুই দেশের ক্রীড়াবিদ ও কর্মকর্তাদের বিভিন্ন প্রতিযোগিতায় নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছে তারা।

রাশিয়া ও ইউক্রেনের রাজনৈতিক উত্তেজনার মধ্যেই গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষণার পর ইউক্রেনের বিরুদ্ধে আক্রমণ শুরু করে রুশ বাহিনী।

এক বিবৃতিতে আইওসি বলেছে, তাদের কার্যনির্বাহী বোর্ড বিশ্বব্যাপী ক্রীড়াবিদদের নিরাপত্তার জন্য’ এমন সিদ্ধান্ত নিয়েছে তারা। আগামী শুক্রবার (৪ মার্চ) চীনের বেইজিংয়ে শুরু হতে যাচ্ছে শীতকালীন প্যারালিম্পিকস। তার আগে এমন সিদ্ধান্তে এলো আইওসি।

রাশিয়া বা বেলারুশের কোনো ক্রীড়াবিদ বা ক্রীড়া কর্মকর্তাকে দেশ দুটির নামে যাতে অংশ নিতে না দেওয়া হয় তা নিশ্চিত করার জন্য ফেডারেশনগুলোকে দৃঢ়ভাবে আহ্বান জানিয়েছে আইওসি।

এদিকে রাশিয়া বা বেলারুশে কোনো ক্রীড়া ইভেন্ট আয়োজন না করার সুপারিশও করেছে আইওসি।

এ ছাড়া রাশিয়ার জাতীয় দল ও ক্লাব কোনো প্রকার ইউরোপিয়ান প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না বলে জানিয়েছে উয়েফা এবং ফিফা। সোমবার (২৮ ফেব্রুয়ারি) যৌথ বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা চলবে। এ নিষেধাজ্ঞার ফলে কাতার বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফে খেলতে পারবে না রাশিয়ার ছেলেদের দল। ২০২২ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও খেলতে পারবে না তাদের মেয়েরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *