রাশিয়াকে যুদ্ধাপরাধ বন্ধের আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন। ইউক্রেনে রুশ আগ্রাসন আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে জানিয়েছে ইউ। রাশিয়াকে আক্রমণ বন্ধ করা উচিত। শনিবার সংবাদমাধ্যম আল জাজিরা খবরে এ তথ্য জানা গেছে।
এদিকে ইউক্রেন জানিয়েছে,অভিযানরত রুশ বাহিনীকে ঠেকাতে ১ হাজার ট্যাংক ও বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের কাছে লিখিতভাবে অস্ত্র সহায়তা চেয়েছে ইউক্রেনের সরকার। সেই সঙ্গে প্রয়োজনীয় অস্ত্রের একটি তালিকাও মার্কিন আইনপ্রণেতাদের কাছে পাঠানো হয়েছে।
সেই আবেদনপত্র ও তালিকার একটি অনুলিপি সংবাদমাধ্যম সিএনএনের হাতে এসেছে। সেই অনুলিপি পর্যালোচনা করে জানা গেছে, রুশ বাহিনীর অভিযানের জেরে যুক্তরাষ্ট্রের তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র স্টিঙ্গার ও ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র জ্যাভেলিনের চাহিদা সম্প্রতি বেড়ে গেছে ইউক্রেনে।
আবেদনপত্রে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যেন জরুরিভিত্তিতে প্রতিদিন ৫০০ স্টিঙ্গার ও ৫০০ জ্যাভেলিন মোট ১ হাজার ক্ষেপণাস্ত্র ইউক্রেন বাহিনীকে সরবরাহ করে। তবে ইউক্রেনের এই অনুরোধে সাড়া দিতে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের আপত্তি রয়েছে বলে উল্লেখ করা হয়েছে সিএনএনের প্রতিবেদনে। দেশটির প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর পেন্টাগনের এক কর্মকর্তা সিএনএনকে বলেন, এরইমধ্যে অনেক বেশি সামরিক সহায়তা দেওয়া হয়েছে ইউক্রেনকে।
জানা গেছে, ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার অভিযান শুরুর পর থেকে ৭ মার্চ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও নেটো সদস্য দেশগুলো প্রায় ১৭ হাজার ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং দুই হাজার বিমান-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ইউক্রেইনকে সরবরাহ করেছে।