রামুর মাঝির কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধুর ১০২তম জম্মদিন পালিত

দেশজুড়ে

মার্চ ১৭, ২০২২ ৬:২০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জম্মবার্ষিকী উৎযাপন উপলক্ষে রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের মাঝির কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় দিন ব্যাপী নানা অনুষ্টানমালার মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় পালন করেছে।

ভোরে সূর্য উদয়ের সাথে সাথে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন করেন বিদ্যালয় ব্যবস্হাপনা কমিটির সভাপতি এস এম হুমায়ুন কবির।

ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা প্রতিযোগি শিক্ষার্থীদের অংশ গ্রহণে প্রাণবন্ত অনুষ্ঠানমালা দুপুরে সাময়িক বিরতি দিয়ে পৌনে ১ ঘটিকায় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, পরিচালনা কমিটি ও কোমলমতি শিক্ষার্থীদের অংশ গ্রহণে জাতির জনকের ১০২ তম জম্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

গর্জনিয়া ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি জনাব ইউসুফ মেম্বার ও সাধারন সম্পাদক শাহরান চৌধুরী মারুফ এমইউপি, প্রধান শিক্ষক মাস্টার এনামুল হক,গর্জনিয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব দিদারুল আলম ও সহকারী শিক্ষকদের সাথে নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে বঙ্গবন্ধুর জম্মদিনের কেক কাটেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তরুণ রাজনৈতিক, সাংবাদিক এস এম হুমায়ুন কবির।

বিকালে বঙ্গবন্ধুর জম্মদিবস উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *