জানুয়ারি ২, ২০২৫ ৩:২৯ অপরাহ্ণ
এস এম হুমায়ুন কবির, স্টাফ রিপোর্টার,কক্সবাজার।।
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) গর্জনিয়া ইউনিয়ন শাখার কাউন্সিলে পূনরায় সভাপতি নির্বাচিত হয়েছে আবদুল আলীম ও সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছে মহিবুল্লাহ।
১ জানুয়ারি বিকালে রামু উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গর্জনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনাড়ম্বর অনুষ্ঠানে জাতীয়তাবাদী দল ( বিএনপি) ৯ টি ওয়ার্ডের নেতা-কর্মীদের কন্ঠভোটে আবদুল আলীম সভাপতি ও মহিবুল্লাহ সাধারন সম্পাদক নির্বাচিত হন।
কক্সবাজারের রম্য ভুমি রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের জাতীয়তাবাদী দল (বিএনপি)দল আয়োজিত কাউন্সিল ও জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মৎস্য জীবি বিষয়ক সম্পাদক ও কক্সবাজার সদর,রামু, ঈদগাহ আসনের সাবেক সাংসদ আলহাজ্ব লুৎফর রহমান কাজল এমপি। উপজেলা বিএনপির সভাপতি মোক্তার আহমদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশর বাবু,উপজেলা বিএনপি নেতা ফুরকান আহমদ,জেলা বিএনপি নেতা গোলাম মৌলা চৌধুরী,জেলা যুবদলের সহ-সভাপতি জাবেদ ইকবাল,মেরাজ আহমদ মাহিন,সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাংবাদিক-কাজী আবদুল্লাহ আল মামুন,উপজেলা বিএনপি নেতা ফয়সাল কাদের,ফরিদুল আলম,উপজেলা বিএনপি নেতা অধ্যাপক রফিকুল ইসলাম,উপজেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম, কচ্ছপিয়া বিএনপি সভাপতি ছৈয়দ আলম,বিএনপি নেতা রেজাউল করিম টিপু,গর্জনিয়া বিএনপি সাধারণ সম্পাদক মুহাম্মদ মুহিবুল্লাহ,সাবেক সাধারণ সম্পাদক মাস্টার শামশুল আলম,কচ্ছপিয়া বিএনপির সাধারণ সম্পাদক মাইমুনুল হক মামুন,কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপি নেতা মো: আবদুল্লাহ প্রমূখ।
বিএনপির নতুন কমিটির নির্বাচিত সভাপতি / সম্পাদক নির্বাচনের পরপরই গর্জনিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ -সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উল্লাসে ফেটে পড়েন।বিএনপির নেতা-কর্মীরা মনে করছেন গর্জনিয়া ইউনিয়নে অতীতের যে কোন সময়ের চেয়ে বিএনপির নতুন কমিটির সভাপতি / সম্পাদকের নেতৃত্বে শক্তিশালী সংগঠনে পরিনত হবে এবং গর্জনিয়ার মাটি বিএনপির দুর্গে পরিনত হবে।