রামুর কচ্ছপিয়ায় যুবদলের পূর্নাঙ্গ কমিটি অনুমোদন। হান্নান সভাপতি শাহিন সম্পাদক

রাজনীতি

ফেব্রুয়ারি ১২, ২০২৫ ১:৫১ অপরাহ্ণ

এস এম হুমায়ুন কবির, কক্সবাজার

অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কক্সবাজার জেলার রামু উপজেলাধীন বিএনপির দুর্গখ্যাত কচ্ছপিয়া ইউনিয়নে বিএনপির অঙ্গ সংগঠনে সব চেয়ে গুরুত্বপূর্ণ যুবদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন হয়েছে।

১১ ফেব্রুয়ারী উপজেলা যুবদলের আহবায়ক জহির আলম ও সদস্য সচিব তৌহিদুল ইসলামের যৌথ স্বাক্ষরে অনুমোদিত কচ্ছপিয়া ইউনিয়ন যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে আবু হান্নান (এম ইউ,পি) কে সভাপতি ও সামসুল আলম শাহীন কে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিত হয়।

রামু উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম জানান, জাতীয়তাবাদী যুবদল কক্সবাজার জেলা শাখার সভাপতি এড.সৈয়দ আহমদ উজ্জ্বল ও সাধারণ সম্পাদক জিসান উদ্দিন জিসান এর নির্দেশক্রমে কচ্ছপিয়া ইউনিয়ন যুবদলের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়।

নব অনুমোদিত কচ্ছপিয়া ইউনিয়ন যুবদলের অন্যান্য নেতৃবৃন্দরা হলেন– সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসাইন শাহিন এবং সহ-সভাপতি মো:গিয়াস উদ্দিন,আব্দু শুক্কুর ,আলা উদ্দিন, রেজাউল করিম লিটন,জসিম উদ্দিন, মোহাম্মদ ইউনুস ,যুগ্ম-সাধারণ সম্পাদক ওসমান গণি, সহ-সাধারণ সম্পাদক আব্দুল মন্নান, জসিম উদ্দিন,জয়নাল আবেদীন,শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক রাসেল,সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, আমানুল হক,জাবেদুল আনোয়ার,দপ্তর সম্পাদক মোস্তফা কামাল,সহ-দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম,প্রচার সম্পাদক আবুল ফয়েজ,সহ-প্রচার সম্পাদক আবছার কামাল, কোষাধ্যক্ষ আব্দুর রহিম,সহ-কোষাধ্যক্ষ হেলাল উদ্দিন,প্রবাসী কল্যাণ সম্পাদক বেলাল উদ্দিন,সহ-প্রবাসী কল্যাণ সম্পাদক জয়নাল আবেদীন ভুট্টো,সমাজ কল্যাণ সম্পাদক জসিম উদ্দিন,সহ-সমাজ কল্যাণ সম্পাদক আব্দু রহিম, ধর্ম বিষয়ক সম্পাদক ওয়াজেদ হোসেন রকি,সহ-ধর্ম বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক আয়াত উল্লাহ,সহ-ক্রীড়া সম্পাদক মুফিজ আলম।

সম্মানিত সদস্য _তৌহিদুল ইসলাম

সদস্যরা হলেন– দেলোয়ার হোসেন, মোস্তফা কামাল আরফাত,সুজন শর্মা,মোহাম্মদ আলম,মিজানুর রহমান,মো: জালাল উদ্দীন,দিদার মিয়া,আব্দুল মালেক,মো:ইউনুস, মো:হামিদ,আব্বাস উদ্দিন,কবির আহমদ,রিদুয়ান,শফি আলম,জাকারিয়া ভুট্টো,মোহাম্মদ নুরুল্লাহ, হেলাল উদ্দিন,হাসান মাহমুদ বাবু।

নতুন এ কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরো গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
এদিকে যুবদলের অনুমোদিত কমিটিতে দলের ত্যাগী ও সৎ নেতৃত্ব মূল্যায়িত হয়েছে বলে মনে করছেন জাতীয়তাবাদী ঘরোয়া নবীণ প্রবীণ নেতৃবৃন্দ। অতীতের যে কোন সময়ের চেয়ে নতুন কচ্ছপিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আবু হান্নান ও সাধারন সম্পাদক সামছল আলমের নেতৃত্বে কচ্ছপিয়া ইউনিয়নে বলিষ্ঠ ভুমিকা রাখতে পারবেন বলে মনে করছেন জাতীয়তাবাদী দলের সর্বস্হরের নেতৃবৃন্দ।