রামুতে নতুন সংযোজন ৩ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন গ্রামীণ মার্কেট

দেশজুড়ে

মার্চ ২৮, ২০২২ ৩:৪১ অপরাহ্ণ

এস এম হুমায়ুন কবির, স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা বাজারে ক্রমশ ব্যাপক উন্নয়ন কর্মযজ্ঞ বাস্তবায়িত হচ্ছে। ফলে উপজেলার জনগুরুত্বপূর্ণ বাজারটি বাণিজ্যিক ভাবে ক্রেতা-বিক্রেতা সহ ব্যবসায়ীদের বিকিকিনির প্রাণ কেন্দ্রতে পরিণত হচ্ছে।

রামু উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্র জানান, ৩ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে ৪ তলা ভিত্তি প্রস্তরে ২ তলা দৃষ্টিনন্দন গ্রামীণ মার্কেট নির্মাণ করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। ইতোমধ্যে দৃষ্টিনন্দন মার্কেটের প্রায় নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে। ব্যবসা-বাণিজ্যের অন্যতম প্রাণকেন্দ্র জোয়ারিয়ানালা বাজারের খ্যাতি রয়েছে।

জোয়ারিয়ানালা বাজারের একজন মুদি দোকানদার সাজ্জাদুল কবির জানান, বাণিজ্যিকভাবে চট্টগ্রামের সেরা কয়েকটি বাজারের মধ্যে জোয়ারিয়ানালা বাজারের কদর দিনদিন বাড়ছে। ইতোপূর্বে জোয়ারিয়ানালা বাজারে বিকিকিনির অন্যতম স্পট হিসাবে খ্যাতি থাকলেও আধুনিক বাণিজ্যিক মার্কেট ছিল না। বিগত সময়ে অযত্ন-অবহেলায় জোয়ারিয়ানালা বাজারের উন্নয়ন কর্মকান্ড মুখ থুবড়ে পড়েছিল।

স্থানীয় বাসিন্দা ও কক্সবাজার সদর, রামু, ঈদগাঁও আসনের সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এর ব্যক্তিগত সহকারি (এপিএস) মিজানুল করিম জানান, বর্তমান সরকারের আমলে জোয়ারিয়ানালা বাজারে ব্যাপক উন্নয়ন হয়েছে। এখনো প্রায় কয়েক কোটি টাকা টাকার উন্নয়ন কাজ সরকারি-বেসরকারি কয়েকটি উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে। জোয়ারিয়ানালা বাজারকে আধুনিক, ডিজিটাল নানান সুযোগ-সুবিধা সম্বলিত নানা পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে ব্যবসায়ীদের কল্যাণে।

ক্ষুদ্র ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক মোহাম্মদ ইমরান জানান, ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসা করে যেন তাদের পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করতে পারেন সে লক্ষ্যে রামু উপজেলা পল্লী উন্নয়ন কর্তৃপক্ষ, আমার বাড়ী-আমার ব্যাংক, কৃষি ব্যাংক, সোনালী ব্যাংক সহ বেসরকারি উন্নয়ন সংস্থা ক্ষুদ্র ব্যবসায়ীদের পুঁজি যোগান দিয়ে ব্যবসায়ীদের ব্যবসা প্রসারে রাখছে অনন্য ভূমিকা। ফলে জোয়ারিয়ানালা বাজারে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসা করে এখন অনেকেই স্বাবলম্বী। ক্ষুদ্র ব্যবসায়ীদের পরিবারগুলোতে এখন সুখ-শান্তির সুবাতাস বইছে।

জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল সামশুদ্দীন প্রিন্স জানান, জোয়ারিয়ানালা বাজারকে আধুনিক বাণিজ্যিক বাজারে পরিণত করতে ইতোমধ্যে সমস্যাসমূহ চিহ্নিত করে সমস্যাগুলো সমাধানে দায়িত্বে নিয়োজিত সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান আন্তরিকভাবে কাজ করছে। বর্তমানে রামু স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর তত্ত্বাবধানে ৩ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে ২ তলা দৃষ্টিনন্দন গ্রামীণ মার্কেট নির্মাণ সমাপ্তির পথে। ফলে প্রায় অর্ধশতাধিক ব্যবসা করতে ইচ্ছুক স্থানীয় লোকজন এই মার্কেটে ন্যূনতম পুঁজি খাটিয়ে ছোট-বড় ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারবে।

ফলে জ্যামিতিকহারে যেমন জোয়ারিয়ানালা বাজারের পরিধি চতুর্দিকে বৃদ্ধি পাচ্ছে, তেমনি উন্নত বাণিজ্যিক বাজারে পরিণত হচ্ছে জোয়ারিয়ানালা বাজার তেমনি সুশৃংখল পরিবেশ নিশ্চিত হওয়ায় জেলা সহ গোটা চট্টগ্রামের ব্যবসায়ীদের কেনাকাটার নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে জোয়ারিয়ানালা বাজার।

রামু উপজেলা এলজিইডি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল হাসান ভুঁইয়া জানান, আগে মহাসড়কের উভয় পাশে খোলা জায়গায় বসতো, ফলে যানজট এবং সড়ক দুর্ঘটনা প্রায়শই ঘটতো। প্রাণহানি হয়েছে অনেক। ৩ তলা মার্কেট এর নীচতলায় এবং সামনের অংশে খোলা বাজার হওয়ায় সড়কে পাশে বাজার বসতে হবে বিধায় সড়ক দুর্ঘটনা ঘটবে না আর যানজটেরও সৃষ্টি হবে না।

রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা জানান, জোয়ারিয়ানালা বাজারে ব্যবসা-বাণিজ্যের প্রায় সব যুগান্তকারী উদ্যোগ এখন দৃশ্যমান। জোয়ারিয়ানালা বাজারে সর্ববৃহৎ গ্রামীণ মার্কেট নির্মাণ করল উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। ফলে ব্যবসা-বাণিজ্যে যেমন প্রসার ঘটবে তেমনি দৃষ্টিনন্দন বাণিজ্যিক পরিবেশ সৃষ্টি হয়েছে জোয়ারিয়ানালা বাজারে ফলে স্থানীয় জনসাধারণ সহ ব্যবসায়ী মহল সর্বোচ্চ সুফল পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *