রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২

দেশজুড়ে স্লাইড

মার্চ ২৫, ২০২২ ১১:৩৭ পূর্বাহ্ণ

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীসহ তিনজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরো দু্ইজন।

শুক্রবার (২৫ মার্চ) ভোরে রূপনগরের বেড়িবাঁধ এলাকা ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে এসব দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, রূপনগর থানার বেড়িবাঁধ এলাকায় বালু বোঝাই ট্রাক ও কোকাকোলা কোম্পানির ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হন। নিহতরা হলেন- বালুর ট্রাকের চালক বাদল (৪৫) ও সহকারী রফিক (২২)। আহতরা হলেন- ফয়সাল (১৯), সেলিম (২৬)। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা চলছে।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।

তিনি বলেন, চিকিৎসক দু্ইজনকে মৃত ঘোষণা করেছেন। তাদের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আহত দুজনের ঢাকা মেডিকেলে চিকিৎসা চলছে।

এদিকে, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে বাসচাপায় সিটি কর্পোরেশনের এক পরিচ্ছন্নতা কর্মী নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *