যে কারণে সিরিজ সেরার পুরস্কার স্ত্রীকে উৎসর্গ করলেন লিটন

খেলা স্লাইড

মার্চ ১, ২০২২ ৯:৫৮ পূর্বাহ্ণ

আফগানিস্তানেরর বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ দুটি ম্যাচে দুর্দান্ত সময় কাটিয়েছেন লিটন দাস।

সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলেন ১৩৬ রানের ঝলমলে ইনিংস। আর সোমবার তৃতীয় ম্যাচে করলেন ৮৬ রান।  তৃতীয় ম্যাচে যখন অন্য ব্যাটসম্যানরা সুবিধা করতে পারেননি তখন লিটন বলতে গেলে প্রায় একাই দলকে টেনে নেওয়ার চেষ্টা করেন।

যদিও তার এ  চেষ্টা ব্যর্থ হলো। তবে  টানা দুটি ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করায় লিটন দাসকে দেওয়া হয়েছে সিরিজ সেরার পুরস্কার।

সিরিজ সেরার এ পুরস্কার লিটন দাস উৎসর্গ করেছেন তার স্ত্রীকে।

নিজের ব্যাটিং ও সিরিজ সেরার পুরস্কারের বিষয়ে কথা বলতে গিয়ে লিটন বলেন, আমি আমার পারফরমেন্স নিয়ে অত্যন্ত খুশি। কিন্তু যদি দল জয় পেত তাহলে খুশির মাত্রা আরও বেশি থাকত।

লিটন আরও বলেন, প্রথম ১৫ ওভারে আমার কাজটা করি। আমার মাথায় ছিল ৩৫ ওভার পর্যন্ত  ব্যাট করব। যদি ৪২ ওভার পর্যন্ত ব্যাট করতে পারতাম তাহলে ম্যাচের ফলাফল অন্যরকম হত।  আমি ব্যাট করতেই ভালোবাসি।

লিটন আরও বলেন, আমার স্ত্রী আমাকে অনেক সহায়তা করে।  আমি সিরিজ সেরার পুরস্কার তাকে উৎসর্গ করতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *