যে কারণে বিদ্রোহ ছড়িয়ে পড়েছে নেতানিয়াহুর বিরুদ্ধে

যে কারণে বিদ্রোহ ছড়িয়ে পড়েছে নেতানিয়াহুর বিরুদ্ধে

আন্তর্জাতিক

নভেম্বর ৯, ২০২৪ ৫:২৫ পূর্বাহ্ণ

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে এক ভয়াবহ বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়েছে ইসরাইলজুড়ে। সম্প্রতি দেশটির প্রতিরক্ষা ও যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্টকে বরখাস্তের পরই মূলত এ বিদ্রোহ ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) তেহরান ভিত্তিক সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, গ্যালান্টকে বরখাস্তের পেছনে নেতানিয়াহু ‘বিশ্বাসের সংকট’কে কারণ হিসেবে তুলে ধরেন, যা তাদের মধ্যকার সম্পর্কে ফাঁটল ধরিয়েছে।

এদিকে ইসরাইলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্ট তার অপসারণের কারণ হিসেবে তিনটি বিষয়ে মতবিরোধের কথা উল্লেখ করেছেন। যার মধ্যে অন্যতম হলো- বন্দিদের ফেরত আনার জন্য ‘বেদনাদায়ক হলেও সহনীয় ছাড়’ দেওয়ার কথা বলেছিলেন তিনি।

তবে তার সঙ্গে একমত পোষণ করেনি যুদ্ধবাজ নেতানিয়াহু ও তার অবৈধ মন্ত্রীসভা।

এ অবস্থায় ইসরাইলি জনগণের একাংশের জোর দাবি, নতুন প্রতিরক্ষামন্ত্রীর উচিত দ্রুত বন্দি মুক্তির বিষয়টি অগ্রাধিকার দেওয়া।

উল্লেখ্য যে, নেতানিয়াহু ও গ্যালান্টের মধ্যে দীর্ঘদিন ধরে গাজায় যুদ্ধনীতি নিয়ে উত্তপ্ত সম্পর্ক চলছিল। গাজা যুদ্ধ শুরুর কয়েক মাস আগেও রাজনৈতিক মতবিরোধের কারণে নেতানিয়াহু গ্যালান্টকে বরখাস্ত করেছিলেন। তবে জনগণের ব্যাপক প্রতিবাদের মুখে তাকে পুনর্বহাল করতে বাধ্য হন।

এ বিষয়ে মঙ্গলবার এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ‘যুদ্ধ চলাকালীন প্রধানমন্ত্রী ও যুদ্ধমন্ত্রীর মধ্যে পূর্ণ আস্থা থাকাটা অত্যন্ত জরুরি’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *