দেশের খ্যাতিমান অভিনেতা ফারুক আহমেদ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভূগোল ও পরিবেশ বিষয়ে পড়াকালীন সময়ে মঞ্চে অভিনয়ের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। তিনি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত বারো রকম মানুষ নাটকে রসিক লাল নামের এক নেতিবাচক চরিত্রে অভিনয়ের মাধ্যমে সারাদেশে পরিচিতি লাভ করেন।
এখনো তিনি নাটক, চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করে যাচ্ছেন। গতকাল ২৫ শে মার্চ এই অভিনেতার জন্মদিন। তবে তার এই জন্মদিন তিনি পালন করেন না। প্রতি বছর একই নিয়মের মধ্যেই থাকেন।
২৫ মার্চের কালরাতের শহীদদের স্মরণে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচির মধ্য দিয়ে তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। আর এই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই তিনি তার জন্মদিনে কোনো ধরনের অনুষ্ঠান পালন করেন না। বর্তমান সময়টা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়ে দিলেন সবাইকে।
শুক্রবার (২৫ মার্চ) ফারুক আহমেদ তার ফেসবুকে একটি স্ট্যাটাসে লিখেন, আজ ২৫ মার্চ। আজ কালরাত্রি। আজ গণহত্যা দিবস। ১৯৭১ সালের ২৫ মার্চের এই রাতে পাকিস্তানি হানাদার বাহিনী ঢাকা শহরে অতর্কিতে ঘুমন্ত জনগণের ওপর আক্রমণ চালায়। হত্যা করে হাজার হাজার নিরীহ মানুষ। এ ইতিহাস সকলেরই জানা। নিজের জন্মদিন নিয়ে তিনি লেখেন, যে বিষয়টি মানুষ জানেনা তাহলো, ২৫ মার্চ আমার জন্মদিন। হায়রে কপাল! ২৫ মার্চ কালরাত্রি আর গণহত্যা দিবসে আমার জন্মদিন। সকল শহীদের প্রতি সম্মান জানিয়ে আমি গণহত্যা দিবসে আমার জন্মদিন পালন করা থেকে বিরত থাকি। সকলকে আমার ভালোবাসা ও শ্রদ্ধা।