মার্চ ১৫, ২০২২ ১০:৪৪ পূর্বাহ্ণ
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রতিদিনই বাড়তে হতাহতের সংখ্যা। লাখ লাখ মানুষ হচ্ছেন বাস্তুচ্যুত। এ যুদ্ধের শেষ হবে কবে, আপাতত কারোরই জানা নেই।
এ পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে বলিউড বাদশা শাহরুখ খানের যুদ্ধ নিয়ে করা মন্তব্যের একটি পুরোনো ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে।
বর্তমানে শাহরুখ খান স্পেনে দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামের সঙ্গে ‘পাঠান’ ছবির শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ অ্যাকশন-বিনোদন ধর্মী ছবিটি হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় মুক্তি পাবে। ২০২৩ সালের ২৫ জানুয়ারি ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। ইতোমধ্যে ইউক্রেন ছেড়েছেন ২৭ লাখের বেশি মানুষ। এ ছাড়া যুদ্ধে ইউক্রেনের ১৩শ’ সেনা নিহত এবং রাশিয়ার ১২ হাজার সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। তবে রাশিয়া বলছে, যুদ্ধে তাদের প্রায় ৫০০ সৈন্য নিহত এবং ইউক্রেনের আড়াই হাজারের বেশি সেনা নিহত হয়েছেন।
এ ছাড়া জাতিসংঘ জানিয়েছে, রুশ অভিযানে ইউক্রেনে ৫৬৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪১ শিশু রয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, ইউক্রেনে আনুমানিক ৫ থেকে ৬ হাজার রুশ সেনা নিহত হয়েছে।
ভিডিওটি দেখতে এখানে<<<<< ক্লিক>>>>> করুন