মার্চ ২১, ২০২২ ১০:১৬ পূর্বাহ্ণ
ইউক্রেনে রুশ বাহিনীর ‘বিশেষ অভিযানের’ প্রায় এক মাস হতে চলেছে। ইউক্রেনের বিভিন্ন শহরে ব্যাপক হামলা চালাচ্ছে রাশিয়া। পাল্টা জবাব দিচ্ছে ইউক্রেনও। এরই মধ্যে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের জন্য অর্থ সংগ্রহের কাজে নেমে রীতিমতো বাজার মাত করেছে ‘জেলেনস্কি’।
খুদে ফিগার, কাস্টম লেগো নির্মাতা সিটিজেন ব্রিক জেলেনস্কির প্রতিটি লোগোর মূল্য নির্ধারণ করেছে ১০০ মার্কিন ডলার। দারুণ বিক্রি হচ্ছে জেলেনস্কির আদলে তৈরি লোগো।
জেলেনস্কির আদলে তৈরি লোগো বিক্রির অর্থ দেওয়া হয়েছে ডিরেক্ট রিলিফ নামে একটি দাতব্য প্রতিষ্ঠানে। ওই প্রতিষ্ঠান রুশ আগ্রাসন শুরুর পর থেকেই ইউক্রেনে মেডিকেল সহায়তা পাঠাচ্ছে।
এর আগে ভারতের একটি ব্যবসা প্রতিষ্ঠান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সম্মান জানাতে তার নামে চায়ের ব্র্যান্ড চালু করেছে। অ্যারোমিকা টি নামে আসামের প্রতিষ্ঠানটি জানিয়েছে, রাশিয়ার সেনাবাহিনীর আক্রমণের মুখে জেলেনস্কির ‘বীরত্ব’ ও সাহসিকতাকে সম্মান জানাতে তার নামে এই ব্র্যান্ড চালু করা হয়েছে।