মেয়েদের ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত মেহজাবীন

বিনোদন

মার্চ ১৫, ২০২২ ১০:৩৯ পূর্বাহ্ণ

ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়ে নিজেদের প্রথম বিশ্বকাপেই পাকিস্তানকে ৯ রানে হারিয়েছে বাঘিনীরা। এর ফলে আইসিসি নারী বিশ্বকাপ-২২-এ নিজেদের তৃতীয় ম্যাচে প্রথম জয়ের স্বাদ পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল।

হ্যামিল্টনে পাকিস্তানের মেয়েরা যখন ব্যাট করছিল তখন শুরুতে ম্যাচটা হেলে ছিল তাদের দিকেই। কিন্তু শেষ পর্যন্ত ফাহিমা খাতুনের সেই ঐতিহাসিক ওভারটি ম্যাচে ফেরায় বাংলাদেশকে। তৃতীয় ম্যাচে এসে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলার মেয়েরা।

লাল-সবুজের প্রতিনিধি হয়ে বাংলার বাঘিনীদের এমন অর্জনে আনন্দের বন্যা বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শোবিজ তারকারাও সামিল হচ্ছেন এতে। বাংলাদেশের মেয়েরা ম্যাচটি জেতার সঙ্গে সঙ্গে নিজের ফেসবুক পেজ থেকে তাদের অভিনন্দন জানান ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

ম্যাচে মেয়েদের খেলার একটি মুহুর্ত শেয়ার করে তিনি লেখেন, হৃদয় ভরা উষ্ণ অভিনন্দন বাংলার বাঘিনীদের।

মেহজাবীনের ভক্তরাও তার পোস্টে লাইক-কমেন্ট করে বাংলাদেশের মেয়েদের অভিনন্দন জানাচ্ছেন।

উল্লেখ্য, এই ম্যাচে ব্যাট হাতে ২৩৪ রান করতেই একটা রেকর্ড গড়েছে বাংলাদেশ-ওয়ানডেতে এটিই মেয়েদের সর্বোচ্চ স্কোর। পাকিস্তান সেটি সহজেই টপকে যাচ্ছিল। তবে এক ওভারে ফাহিমার ৩ উইকেটে ঘুরে যায় ম্যাচের মোড়। শেষ হাসি হাসে নিগার সুলতানার দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *