সেপ্টেম্বর ১২, ২০২৩ ২:১৬ অপরাহ্ণ
গত জুলাইয়ে প্যারিস ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছেন লিওনেল মেসি। তারপর থেকেই মেসি ‘জ্বরে’ কাঁপছে দেশটি। তারই ধারাবাহিকতায় এবার লিওর নামে বিক্রি হচ্ছে নানা ধরনের খাবার।
মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামির জার্সি গায়ে তুলেছেন মেসি। এরই মধ্যে পাঁচ বছর বয়সী ক্লাবটিকে শিরোপা জয়ের স্বাদ দিয়েছেন তিনি। তবে জাতীয় দলের ব্যস্ততায় এখন আর্জেন্টিনার ডেরায় রয়েছেন এ আলবিসেলেস্তে মহাতারকা।
এদিকে মেসি যুক্তরাষ্ট্রে পাড়ি দেওয়ার পর থেকে সেখানকার ফুটবলের ব্যাপক পরিবর্তন এসেছে। ফলে দেশটির বিভিন্ন সংস্কৃতিতে এসেছে পরিবর্তন। এবার মেসির নামে বিক্রি হচ্ছে বিয়ার, স্যান্ডউইচ ও বার্গারের মতো খাবারগুলো।
যুক্তরাষ্ট্রের সমুদ্রসৈকতের বারগুলোয় বিক্রি হচ্ছে মেসি পানীয়, দ্য হার্ড রক ক্যাফেতে বিক্রি হচ্ছে মেসি চিকেন স্যান্ডউইচ ও মেসি বার্গারও। এছাড়াও স্থানীয় বিয়ার বিক্রেতারাও এখন ক্যানে করে বিক্রি করছেন মেসি নামের বিয়ার। আর ক্যানগুলোর ওপরে লেখা গোট-১০ (গ্রেটেস্ট অব অল টাইম এবং মেসির জার্সি নম্বর)।
যুক্তরাজ্যের বার্গার খাওয়ার ছবি দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে মেসি লিখেছিলেন, ‘ইবিজার হার্ড রকে মেসি বার্গারের স্বাদ নিচ্ছি।’ তবে মার্কিন মুলুকে যোগ হওয়া নতুন খাবারের নাম নিয়ে এখনও বিশ্বকাপজয়ী তারকার প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
মেসির বিষয়ে ফ্লোরিডা আটলান্টিক বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া ইতিহাস ও আফ্রিকান-আমেরিকান স্টাডিজের অধ্যাপক জার্মেইন স্কট বলেন, ‘আক্ষরিক অর্থেই যেন এক রাতের মধ্যে সব বদলে গেছে। এমন কিছু আগে কখনো দেখিনি।’
এর আগে মেসির নামে বার্গার বাজারজাত করেছিল বিশ্বখ্যাত যুক্তরাজ্যভিত্তিক চেইন রেস্টুরেন্ট হার্ড রক ক্যাফে। সেই বার্গারের স্বাদ নিজেই চেখে দেখেছেন আর্জেন্টিনার অধিনায়ক।