বিলাসবহুল গাড়ির মধ্যে সবসময় প্রথম স্থান দখল করে রাখতে মার্সিডিজ গাড়ির একটা আলাদা সুনাম রয়েছে। এবার এ সংস্থাই বাজারে নিয়ে এসেছে মার্সিডিজ মেইবাখ এস ক্লাস সিরিজের বিভিন্ন মডেলের গাড়ি।
অত্যাধুনিক সব সুবিধাসংবলিত এসব গাড়ির মধ্যে সবচেয়ে চোখধাঁধানো মডেলটির নাম এস ৬৮০৪ মেটিক। গাড়ির দরজাগুলোতে ফ্ল্যাশ ফিটিং ডোর হ্যান্ডেল রয়েছে। আয়নায় রয়েছে অ্যাম্বিয়েন্ট লাইটিং। গাড়ির দরজার পাশে রয়েছে ব্রয়ান্ড লোগো।
গাড়ির ভেতরে সুপ্রসারিত জায়গা রয়েছে, যেখানে প্রয়োজনমতো আলোর তীব্রতা পরিবর্তন করা যাবে। এই গাড়ির অন্যতম সুবিধাগুলো হলো, সিটে বসেই হাত, পা, ঘাড়ের ম্যাসাজ করতে পারবেন ব্যবহারকারী।
বাইরের শব্দ যাতে গাড়ির ভেতর না ঢোকে, তার জন্য রয়েছে অ্যাকটিভ রোড নয়েজ ক্যানসেলেশন। এই গাড়ির পেছনের দরজা বৈদ্যুতিকভাবে পরিচালনা করা যায়। গাড়ির সবচেয়ে আধুনিক ফিচারটি হলো, পেছনের আসনে বসা যাত্রী হাতের ইশারাতেই গাড়ির দরজা বন্ধ বা খুলতে পারবেন।
অত্যাধুনিক বিলাসবহুল গাড়ির সুবিধাগুলো কিন্তু এখানেই শেষ নয়। এই গাড়ির ছাদে রয়েছে থ্রিডি লেসার ক্যামেরা। এ ছাড়াও গাড়ির অন্দরসজ্জায় যুক্ত হয়েছে ডিজিটাল লাইট, মার্সিডিজ মি কানেক্ট, অটোনোমাস ড্রাইভিং লেভেল ২ ফিচার। যার মধ্যে রয়েছে এভাসিভ স্টিয়ারিং অ্যাসিস্ট এবং অ্যাকটিভ ব্রেক অ্যাসিস্ট । যারা মিউজিক সিস্টেম নিয়ে উৎসাহী, তাদের জন্য থাকছে ১ হাজার ৭৫০ ডব্লিউ বারমেসটার ৪ ডি সাউন্ড সিস্টেম।
গাড়িটির ড্যাশবোর্ড মোটামুটি এস ক্লাস মডেলগুলোর মতোই রয়েছে। তবে আরও বেশি বিলাসবহুল। এ ছাড়া নতুন এই গাড়িটিতে রয়েছে প্যানোরামিক সানরুফ সুবিধা। পেছনের আসনের যাত্রীদের বিনোদনের জন্য স্ক্রিন, অ্যাডাপটিভ এয়ার সাসপেনশন এবং ক্লাইমেট কন্ট্রোলের সুবিধা। নিরাপত্তার দিকে খেয়াল রেখে এই মডেলে রয়েছে ১৩টি এয়ারব্যাগ।
দুটি রঙে পাওয়া যাচ্ছে এই ব্র্যান্ড নিউ গাড়িগুলো। শক্তিশালী ইঞ্জিনসম্পন্ন এই গাড়িগুলো কিনতে ক্রেতার খরচ করতে হবে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ কোটি টাকা।
সূত্র: এবিপি লাইভ