মার্চ ৩১, ২০২২ ১০:৫৩ পূর্বাহ্ণ
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী মারিউপোলে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। রুশ সামরিক বাহিনীর হাতে অবরুদ্ধ শহরটি থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেয়ার অনুমতি দিতেই এ যুদ্ধবিরতি ঘোষণা করে মস্কো।
বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রুশ নিয়ন্ত্রিত বারদিয়ানস্ক বন্দর হয়ে মারিউপোল থেকে জাপোরিঝিয়া পর্যন্ত একটি মানবিক করিডোর খোলা হবে। বৃহস্পতিবার সকাল ১০টা (বাংলাদেশ সময় দুপুর ১টা) থেকে উন্মুক্ত হবে এ মানবিক করিডোর।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়, এ মানবিক কাজটি সফল করতে আমরা জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) এবং রেড ক্রসের আন্তর্জাতিক কমিটির (আইসিআরসি) সরাসরি অংশগ্রহণের প্রস্তাব করছি।
এছাড়া বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৬টার (বাংলাদেশ সময় সকাল ৯টার) আগেই যুদ্ধবিরতিকে ‘নিঃশর্তভাবে সম্মান’ করার বিষয়টি রুশ কর্তৃপক্ষ, ইউএনএইচসিআর, আইসিআরসিকে লিখিতভাবে জানাতেও কিয়েভের প্রতি আহ্বান জানায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়ান সৈন্যরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের প্রথম দেশ হিসেবে ইউক্রেনের ওপর স্থল, আকাশ ও সমুদ্রপথে হামলা শুরু করে রাশিয়ার সশস্ত্র বাহিনী। একসঙ্গে তিন দিক থেকে হামলা হাওয়ায় ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র পড়েছে বৃষ্টির মতো। মূলত ইউক্রেনে সামরিক অভিযান শুরুর কয়েকদিন পর থেকেই মারিউপোল শহরটি অবরুদ্ধ করে রাখে রাশিয়ার সামরিক বাহিনী।