মাগুরায় ইসলামিক ফাউন্ডেশনের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

দেশজুড়ে

মার্চ ২২, ২০২২ ৩:৫০ অপরাহ্ণ

শাহিন খন্দকার, মাগুরা

মঙ্গলবার (২২ মার্চ) ইসলামিক ফাউন্ডেশনের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকাল ৯টা থেকে ইসলামিক ফাউন্ডেশন মাগুরা জেলার উদ্যোগে নিজস্ব মিলনায়তনে পবিত্র কুরআন খতম, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র‌্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল-২০২২ আয়োজন করা হয়।

ইসলামিক ফাউন্ডেশন মাগুরা এর সহকারি পরিচালক মুহাম্মদ মনিরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আ ফ ম আব্দুল ফাত্তাহ সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ মাগুরা, মেয়র মাগুরা পৌরসভা জনাব খুরশীদ হায়দার টুটুল। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলার জাতীয় ইমাম সমিতির সাধারণ সম্পদক আমজাদ হোসেন, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ইসলামিক ফাউন্ডেশন মাগুরা এর ফিল্ড অফিসার জনাব মো: তৌহিদুর রহমান।

অনুষ্ঠানে অথিতিবৃন্দ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ২২ শে মার্চ ইসলাম প্রচার ও প্রসারের জন্য ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। এছাড়াও বাংলাদেশ সিরাত মজলিস প্রতিষ্ঠা, হজ্ব পালনের জন্য সরকারি অনুদানের ব্যবস্থা সমুদ্রপথে হজযাত্রীদের জন্য জাহাজ ক্রয়, মাদ্রাসা শিক্ষা বোর্ড পূনর্গঠন, বেতার ও টিভিতে কোরআন তেলাওয়াত প্রচার, মদ-জুয়া-হাউজি ও অসামাজিক কার্যকলাপ নিষিদ্ধ এবং শাস্তির বিধান ঘোড়দৌড় প্রতিযোগিতা নিষিদ্ধকরণ, বিশ্ব ইজতেমার জন্য টঙ্গীতে সরকারি জায়গা বরাদ্দ, কাকরাইল মারকাজ মসজিদের সম্প্রসারণের জন্য জমি বরাদ্দ, তাবলীগ জামাতের ব্যবস্থা, ওআইসি সম্মেলনে যোগদান এবং মুসলিমদের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনসহ ইসলামের অনেক খেদমতে কাজ করে গেছেন।

বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী নিজস্ব অর্থায়নে বাংলাদেশের ৬৪টি জেলা ৫৬০ টি মডেল মসজিদ ইসলামী সংস্কৃতি কেন্দ্র স্থাপন, কওমী শিক্ষার্থীদের সনদের সরকারি স্বীকৃতি প্রদান, ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠা, হজ ব্যবস্থাপনার আধুনিকায়ন, আল কুরআন ডিজিটাইলেশনসহ ইসলামের জন্য অনেক কাজ করে যাচ্ছেন। এর মধ্যে পঞ্চাশটি মসজিদ উদ্বোধন করা হয়েছে। অবশিষ্ট মসজিদগুলো দ্রুত কাজ শেষ করে উদ্বোধন করবেন। এই মডেল মসজিদের মাধ্যমে অনেক ইমাম ও মুয়াজ্জিনের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। সম্মেলন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের রুহের মাগফেরাত, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা শিহাব উদ্দীন মাষ্টার ট্রেইনার ইসলামিক ফাউন্ডেশন মাগুরা। অনুরূপ অনুষ্ঠান জেলার অন্যান্য উপজেলায় বাস্তবায়ন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *