মধ্যরাতে নিরাপদ ক্যাম্পাস দাবিতে বিক্ষোভ

শিক্ষা

ফেব্রুয়ারি ৩, ২০২৩ ২:১৯ অপরাহ্ণ

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নিরাপদ ক্যাম্পাসের দাবিতে উপাচার্য ভবনের সামনে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা চৌরঙ্গী এলাকায় জড়ো হয়। পরে সেখান থেকে স্লোগান নিয়ে উপাচার্য অধ্যাপক নূরুল আলমের বাসভবনের সামনে অবস্থান নেন।

গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের সুইজারল্যান্ড সংলগ্ন রাস্তায় হাঁটার সময় সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ২০২১-২২ শিক্ষার্থী (৫১ তম ব্যাচ) জাহিদকে একটি বাইক ধাক্কা দেয় এবং টেনে-হিঁচড়ে নিয়ে যায়। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন দর্শন বিভাগের স্নাতকোত্তরের (৪৫তম ব্যাচ) শিক্ষার্থী ফেরদৌস মাহমুদ নিওন। এতে গুরুতর আহত হয়ে লাইফ সাপোর্টে সাভারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে জাহিদ । এ ঘটনার প্রেক্ষিতে নিরাপদ ক্যাম্পাসের দাবি তোলেন শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *