বিস্ফোরক পুনম পান্ডে। সম্প্রতি নিজেদের জীবনের অন্ধকার, গোপন কথা ফাঁস করেছেন ‘লক আপ’ শো চলাকালীন। স্বামী স্যাম বোম্বের সঙ্গে কাটানো জীবনের খারাপ দিনগুলোর কথা শেয়ার করেছেন। কিভাবে স্বামী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মদ খেয়ে তার ওপরে অত্যাচার করতেন, সে সবই ভাগ করে নিয়েছেন সকলের সঙ্গে।
মডেল পুনম পান্ডে, কঙ্গনা রানাউতের শো লক আপ-এ বন্দি। পুনম সাহসী স্টাইলের জন্য সব সময়েই সংবাদের শিরোনামে থাকেন। সেই পুনম বিয়ের পরেই হানিমুনে গিয়ে স্বামীর অত্যাচারের শিকার হন। পরিস্থিতি জটিল হয়ে গেলে পুলিশের কাছে অভিযোগও দায়ের করেছিলেন। সম্প্রতি পুনম শো-তে জানান, কিভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মদ খেয়ে স্বামী তাকে মারধর করতেন।
পুনম পান্ডেকে সঞ্চালক করণবীর বোহরা প্রশ্ন করেছিলেনম, তিনি এখনো স্বামীকে ভালবাসেন? উত্তরে পুনম বলেন, হ্যাঁ। আমি স্যামকে ভালবেসেছি। আমি এখনো তাঁকে ঘৃণা করি না। তবে আর ভালবাসি না বা পছন্দ করি না। কেউ চায় না জীবনে এমন ঘটনা ঘটুক। স্বামীর হাতে অত্যাচারিত হতে কারও ভাল লাগে না।
পুনম স্যাম বোম্বের মানসিক নৃশংসতা সম্পর্কে আরো বলেন, স্যামের ইচ্ছানুযায়ী আমাকে জীবনযাপন করতে বাধ্য করতেন। যখন কিছু সময় একা কাটাতে চাইতাম, ছাদে বা ব্যালকনিতে যেতে চাইতাম। আমাকে যেতে দিতেন না।
সংগৃহীত ছবি
করণবীর পুনমকে প্রশ্ন করেন, তিনি কতদিন ধরে পারিবারিক হিংসার শিকার হয়েছেন? এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে কত সময় লেগেছে? জবাবে পুনম বলেন,অনেক দিন ধরেই চেষ্টা করছি। গত ৪ বছর ধরে এমনটা হচ্ছে। একবার নয়, বারে বারে এমন ঘটনা ঘটেছে। মাথায় আঘাত (তার মাথার বাম দিকে নির্দেশ করে) করেছিলেন, সেটা এখনো ঠিক হয়নি। কারণ একই জায়গায় বারবার আঘাত করতেন।
পুনম আরো বলেন, আমি মেকআপ, গ্লস লাগিয়ে মানুষের সামনে আসতাম। হাসতাম। আর স্যামের সামনে একেবারে শান্ত থাকতাম।
এদিকে, পায়েল রোহাতগি প্রশ্ন করেন, নিরাপত্তাহীনতার জন্য স্যাম মারধর করতেন? জবাবে পুনম বলেন, হতেও পারে। তবে যদি কেউ সকাল ১০টা থেকে রাত পর্যন্ত মদ্যপান করে, তবে রাতে সে নিজের মধ্যে থাকত না। আমাকে বাঁচানোর কেউ থাকত না। কর্মীরা ভয় পেয়ে চলে যেত।
পায়েল তখন জিজ্ঞাসা করে এবং বলে যে সে কি একটু ব্যক্তিগত হতে পারে, কিন্তু পুনম বলে যে সে কিছুটা অদ্ভুত অনুভব করছে। যাইহোক, করণভীর তাদের অনুপ্রাণিত করেছেন এবং বলেছেন যে তিনি খুশি যে তিনি চেষ্টা করেছিলেন এবং পুরানো সম্পর্ক ছেড়ে দিয়ে একটি ভাল শুরু করেছিলেন।