ভূমিকম্পে কাঁপল জম্মু-কাশ্মীর

ভূমিকম্পে কাঁপল জম্মু-কাশ্মীর

আন্তর্জাতিক

নভেম্বর ৩০, ২০২৪ ৬:৩৬ পূর্বাহ্ণ

ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের জম্মু-কাশ্মীর রাজ্য। মাত্রা ছিল ৫ দশমিক ৮। বৃহস্পতিবার বিকাল ৪ টা ১৯ মিনিটে এ ভূমিকম্প হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ভারতের কেন্দ্রীয় ভূতত্ত্ব সংস্থা ন্যাশনাল সেন্টার ফল সিসমোলজি (এনসিএস)।

এ ভূমিকম্পের কম্পণ অনুভূত হয়েছে রাজ্যের সব এলাকায়। অনেক এলাকায় লোকজনকে আতঙ্কে ছোটাছুটি করতেও দেখা গেছে। তবে এখন পর্যন্ত জম্মু-কাশ্মীরের কোনো এলাকা থেকে প্রাণহানি বা ক্ষতির কোনো সংবাদ আসেনি।

এনসিএসের বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্ত অঞ্চলে ভূপৃষ্ঠের ২০৯ কিলোমিটার গভীরে ছিল এ ভূকম্পের উৎপত্তিস্থল।

ভৌগলিক অবস্থানজনিত কারণে বরাবরই ভূমিকম্পপ্রবণ জম্মু-কাশ্মীর। অনেক বড় আকারের বিধ্বংসী ভূমিকম্পের অতীত রেকর্ড রয়েছে এই অঞ্চলের। মূলত ভূমিকম্প থেকে আত্মরক্ষা নিশ্চিত করতেই এ রাজ্যের গ্রামাঞ্চলের লোকজন যে কাদামাটি দিয়ে তৈরি ঘরবাড়িতে বসবাস করেন।

এর আগে ২০০৫ সালের ৮ অক্টোবর ৭ দশমিক ২ মাত্রার এক ভূমিকম্পে জম্মু-কাশ্মীরের ৮০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়। কাশ্মীরের ভারত-পাকিস্তান সীমান্তবর্তী অঞ্চল ছিল সেই ভূমিকম্পের উৎপত্তিস্থল।

সূত্র: এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *