ভীতু উপদেষ্টাদের কারণে বিভ্রান্ত পুতিন: হোয়াইট হাউস

আন্তর্জাতিক স্লাইড

মার্চ ৩১, ২০২২ ১১:০৭ পূর্বাহ্ণ

ইউক্রেনের যুদ্ধ কতটা খারাপ যাচ্ছে তা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলতে ভয় পাচ্ছেন তার উপদেষ্টারা। আর এ কারণে পুতিন বিভ্রান্ত হচ্ছেন বলে দাবি করেছে হোয়াইট হাউস।

এ ছাড়া ব্রিটিশ গোয়েন্দারা দাবি করেছেন, ইউক্রেনে রাশিয়ান সৈন্যরা সরঞ্জামের অভাবে হতাশ এবং আদেশ পালন করতে অস্বীকার করছে। খবর বিবিসির।

যুদ্ধের কারণে রাশিয়ার বিরুদ্ধে বিভিন্ন দেশ নিষেধাজ্ঞা জারি করেছে। আর  রাশিয়ার অর্থনীতিতে নিষেধাজ্ঞার সম্পূর্ণ প্রভাব সম্পর্কে পুতিনকে বলা হচ্ছে না বলেও দাবি করেছে হোয়াইট হাউস।

হোয়াইট হাউসের মুখপাত্র কেট বেডিংফিল্ড বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে তথ্য রয়েছে যে পুতিন রাশিয়ান সামরিক বাহিনীর দ্বারা বিভ্রান্ত হয়েছেন। ফলে পুতিন এবং তার সামরিক নেতৃত্বের মধ্যে ক্রমাগত উত্তেজনা সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, পুতিনের যুদ্ধ একটি কৌশলগত ভুল, যা রাশিয়াকে দীর্ঘমেয়াদে দুর্বল এবং বিশ্বমঞ্চে ক্রমবর্ধমানভাবে বিচ্ছিন্ন করে রেখেছে।

তবে হোয়াইট হাউসের এসব বক্তব্যের বিপরীতে ক্রেমলিনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *