ভারত সফরে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই

আন্তর্জাতিক স্লাইড

মার্চ ২৫, ২০২২ ৮:৪৬ পূর্বাহ্ণ

দুই দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে পৌঁছেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। স্থানীয় সময় বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে দিল্লি পৌঁছান ওয়াং ই।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালে লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (এলএসি) প্রতিবেশী দুই দেশের সীমান্ত সংঘর্ষে হতাহতের ঘটনার পর প্রথমবারের মতো চীনের সর্বোচ্চ পর্যায়ের কোনো সরকারি কর্মকর্তা ভারত সফর করছেন।

একটি কূটনৈতিক সূত্রে এনডিটিভিকে জানায়, ওয়াং ই আগামীকাল পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সাথে দেখা করবেন।

প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া বার্তা (সংস্থা পিটিআই,) এই সফরে ওয়াং ই উভয় দেশের মধ্যকার স্থবিরতা নিরসন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চলতি বছরের শেষ নাগাদ বেইজিংয়ে আয়োজিত একটি ব্রিকস বৈঠকের জন্য আমন্ত্রণ জানাবেন।

শেষ পর্যন্ত সফরটি অনিশ্চিত ছিল। যদিও আফগানিস্তান থেকে উড্ডয়ন করা তার বিমানের ফ্লাইটটি দিল্লি বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে, ২০২০ সালে গালোয়ান উপত্যকায় ভারত-চীনের মধ্যক্ষার রক্ষক্ষয়ী সংঘর্ষে উভয় দেশের সম্পর্ক চরম অবনতি হয়। ওই সংঘর্ষে অন্তত ২০ জন ভারতীয় এবং বেশ কয়েকজন চীনা সৈন্য নিহত হয়।

এরপর থেকেই দুই দেশই উভয় দেশের সেনাবাহিনী মুখোমুখি অবস্থানে রয়েছে। যদিও দেশ দুটির মধ্যে উত্তেজনা প্রশমনে এ পর্যন্ত ১৫টি সামরিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এছাড়া উত্তেজনা প্রশমনে জয়শঙ্কর রাশিয়ার মস্কো এবং তাজিকিস্তানের দুশানবেতে ওয়াং ইয়ের সাথে কয়েক দফা আলোচনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *