ভারতের জাতীয় স্টক এক্সচেঞ্জের (এনএসই) সাবেক প্রধান চিত্রা রামকৃষ্ণকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে কিছু নির্দিষ্ট ব্রোকারকে আগে লেনদেনের সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে প্রায় এক মাস ধরে এ মামলার তদন্ত করছিল ভারতের সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
সিবিআই এর সূত্রটি কোনো খুঁটিনাটি না প্রকাশ করে বলেছে, রোববার (৬ মার্চ) চিত্রা রামকৃষ্ণকে নয়াদিল্লিতে গ্রেফতার করা হয়েছে।
তার বিরুদ্ধে একজন যোগীর সঙ্গে পরামর্শ করে ও গোপন তথ্য পাঠিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়ার অভিযোগ রয়েছে।
ভারতের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড (এসইবিআই) জানায়, চিত্রা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) প্রধান থাকাকালে হিমালয়ের এক আধ্যাত্মিক গুরুর কাছ থেকে পরামর্শ নিতেন। এ সময়ে তিনি তাকে ব্যবসায়িক পরিকল্পনা, বোর্ড মিটিংয়ের বিভিন্ন এজেন্ডা ও অর্থনৈতিক প্রক্ষেপণ সম্পর্কে তথ্য দিয়েছেন। ২০১৬ সালে স্টক এক্সচেঞ্জ থেকে সরে দাঁড়ান চিত্রা।