মার্চ ১১, ২০২২ ১১:১০ পূর্বাহ্ণ
একের পর এক সুখবর পাচ্ছেন চিত্রনায়ক সিয়ায় আহমেদ। কিছু দিন আগেই সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন তিনি। হাতে রয়েছে অনেকগুলো বড় সিনেমার কাজ। আবার ব্যক্তিগত জীবনেও বাবা হতে যাচ্ছেন তিনি।
সম্প্রতি একটি প্রতিযোগিতামূলক গানের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন সিয়াম। প্রতিযোগিতার সেরা ১০ থেকে বাদ পড়া ৬ প্রতিযোগীকে নিয়ে হয়েছে বিশেষ পর্ব। সেখানেই অতিথি বিচারক হিসেবে অংশ নেন তিনি।
এ সময় প্রতিভাবান শিল্পীদের গান শুনে মুগ্ধ হয়েছেন এই তরুণ তারকা। সেই সঙ্গে হয়েছে ব্যতিক্রমী অভিজ্ঞতাও। অনুষ্ঠানে শাখাওয়াত নামের এক প্রতিযোগী সিয়ামকে তার পছন্দের বিরিয়ানিও মুখে তুলে খাইয়ে দিয়েছেন।
ভক্তদের এমন ভালোবাসা দেখে আপ্লুত সিয়াম। এ প্রসঙ্গে তিনি সংবাদমাধ্যমকে বলেন, অনুষ্ঠানে আমি অতিথি হিসেবে বিচারক হিসেবে অংশ নিয়েছিলাম। খুব উপভোগ করেছি। আশা করছি এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা বেশ কয়েকজন গুণী সংগীতশিল্পী পাবো।
প্রতিযোগিতাটির মূল বিচারক হিসেবে আছেন এস আই টুটুল, রুমানা ইসলাম ও পিন্টু ঘোষ।