মায়ের একমাত্র সন্তান ডোয়াইন জনসন। বাবা প্রয়াত প্রো-রেসলার রকি জনসন। নিজে বেড়ে ওঠার পেছনে মা আর দাদিকেই কৃতিত্ব দিয়েছেন ডোয়াইন জনসন। রক-কে রেসলিং কিংবা সিনেমায় দেখা গেলেও তার একটি শো-ও রয়েছে, যার নাম এনবিসি সিরিজ ইয়ং রক।
শো-এ জনসনের শৈশব, কৈশোর এবং কলেজের মুহূর্তগুলো দেখানো হবে। নিজের ইনস্টাগ্রামে শো-টি নিয়ে পরিবারের সঙ্গে নিজের তরুণ সময়ের একটি ছবিও পোস্ট করেছেন। পোস্টে জুড়ে দিয়েছেন বড় একটি ক্যাপশন। নিজের জীবনে পরিবারের সঙ্গে কাটানো সব স্মৃতিচারণা করেছেন ডোয়াইন জনসন।
ডোয়াইন বলেন, ‘আমার দাদি, আমার মা, আমার সাবেক স্ত্রী এবং আমার মেয়ের কাছ থেকে প্রতিদিন প্রভাবিত হই আমি, প্রতিদিন শিখি।’
পেশাদার কুস্তিতে গড়ে উঠেছিল ডোয়াইনের ক্যারিয়ার। ‘কঠিন সংগ্রামের’ মধ্য দিয়ে পার করেছেন সেই দিনগুলো। আর এখন জনসনকে সর্বকালের অন্যতম একজন সেরা পেশাদার কুস্তিগির হিসেবে বলা হয়। কুস্তি ও অভিনয়ের মাধ্যমে পুরো বিশ্বে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি।
বর্তমানে কুস্তি থেকে দূরে সরে গেলেও অভিনয়ে কাজ করছেন বিশ্বের সেরা অভিনেতাদের একজন হিসেবে। এ ছাড়াও ধনী অভিনেতা হিসেবেও খ্যাতি তার। সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া অভিনেতাদের মধ্যে অন্যতম তিনি।