জাহিদুল হক, বেলকুচি (সিরাজগঞ্জ)
মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জ বেলকুচিতে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। ২ মার্চ, বুধবার সকালে বেলকুচি উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নিবার্চন কর্মকর্তা মুহাম্মদ রায়হান কুদ্দুস এর সঞ্চলনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমানের সভাপত্বিতে বক্তব্যে রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি)গোলাম মোস্তফা, উপজেলা কৃষি কর্মকর্তা কল্যাণ প্রসাদ পাল, উপজেলা সমবায় কর্মকর্তা সেরাজুল ইসলাম, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ সরকারি বিভিন্ন পদস্থ কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।