বুশরাকে গ্রেফতারে নতুন করে এনএবি দল পাঠানো হয়নি

বুশরাকে গ্রেফতারে নতুন করে এনএবি দল পাঠানো হয়নি

আন্তর্জাতিক

নভেম্বর ৩০, ২০২৪ ৬:৩৯ পূর্বাহ্ণ

১৯০ মিলিয়ন পাউন্ড দুর্নীতির মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে। এ মামলায় তাকে গ্রেফতার করতে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি) অভিযান চালাচ্ছে।

এনএবির অভিযানের পরও বুশরা বিবি গ্রেফতার না হওয়ায় নতুন করে আবারও এনবিএ দল পাঠানো হয়েছে; এমন গুঞ্জনের পর দুর্নীতিবিরোধী পর্যবেক্ষণ সংস্থার সূত্র জানিয়েছে, নতুন কোনো এনএবি দল পাঠানো হয়নি।

তবে সূত্রটি নিশ্চিত করেছে শনিবার বুশরাকে গ্রেফতার করতে পেশোয়ারে একটি এনএবি দল সেখানে গিয়েছিল। স্থানীয় পুলিশের সঙ্গে এনএবি দল বুশরা বিবিকে তার বাসভবনে গ্রেফতারের জন্য গিয়েছিল। তবে তাদের জানানো হয়েছে, বুশরা বাসায় নেই।

পরে বুশরাকে গ্রেফতার না করতে পেরে এনএবি টিম সংশ্লিষ্ট থানায় তাদের পরিদর্শনের বিষয়টি নিবন্ধন করে ফিরে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *