বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা

জাতীয় স্লাইড

মার্চ ২৬, ২০২২ ৮:২৩ পূর্বাহ্ণ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর শহীদদের ফুলেল শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শনিবার (২৬ মার্চ) সকাল ৫টা ৫৬ মিনিটে দিবসটির প্রথম প্রহরে সাভার জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর সন্তানদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি।

শ্রদ্ধা নিবেদনের পর সেখানে এক মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায় এবং বিউগলে করুণ সুর বেজে উঠে।

রাষ্ট্রপতির পরপরই জাতির সূর্যসন্তানদের শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনিও এক মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন।

এরপর বীর শহীদদের ফুলেল শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

আজ ৫২তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ১৯৭১ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে একই বছরের ১৬ ডিসেম্বর বিশ্বের মানচিত্রে নতুন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ ঘটেছিল একটি ভূখণ্ডের, যার নাম বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *